হবু বর নয়, বিয়ের ঠিক আগে সলমন খানের শারীরিক সৌন্দর্যে মজেছেন গওহর খান
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বিয়ে নিয়ে তিনি খুব এক্সাইটেড বলেও জানিয়েছেন। কিন্তু বিয়ের আগে নিজের হবু বরকে ছেড়ে এ কার শারীরিক সৌন্দর্যে মজেছেন তিনি
#মুম্বই: হাতে গোনা আর ক'দিন পরেই বিয়ে অভিনেত্রী গওহর খান (Gauahar Khan)-এর। বিয়ের সমস্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে। করোনা (Covid 19) প্যানডেমিকের (Pandemic) জন্য খুবই অল্পসংখ্যক পরিচিত ও বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। বিয়ে নিয়ে তিনি খুব এক্সাইটেড বলেও জানিয়েছেন। কিন্তু বিয়ের আগে নিজের হবু বরকে ছেড়ে এ কার শারীরিক সৌন্দর্যে মজেছেন তিনি?
ইশকজাদে (Ishaqzaade)-র ঝল্লা ওয়াল্লাহ গানে তাঁর দোলানো কোমর বহু যুবকের, বহু মহিলার মন কেড়েছে। তাঁর নাচের প্রশংসা করেছেন সকলে। এই অভিনেত্রী একজন মডেলও বটে। আর সেই সুবাদেই ফিটনেস ফ্রিক তো তিনি অবশ্যই। তাঁর ফিটনেসের কথা অনেকেরই জানা। এখন এই খানই ইমপ্রেসড অন্য এক খানের চেহারা দেখে।
দ্বিতীয় খানটি আর কেউ নন, তিনি হলেন সলমন খান (Salman Khan)। সম্প্রতি সলমন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি আফটার ওয়ার্কআউটের ছবি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে, দারুণ চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। খালি গায়ের সেই ছবির ক্যাপশনে লেখা Being Strong। ছবিটি পোস্টের পর থেকেই হট, লাভ একাধিক রিঅ্যাকশনে ভরে যায়। তাঁর অনুরাগীরা ছবিটি নিয়ে কত কী লিখতে থাকেন! মুহূর্তের মধ্যেই কার্যত ভাইরাল হয়ে যায় সেটি।
advertisement
advertisement
৫৪ বছরের এই অভিনেতার শারীরিক সৌন্দর্যে শুধু তাঁর অনুরাগীরাই নন, মজেছেন অভিনেতা-অভিনেত্রীরাও। আর তার মধ্যেই রয়েছেন গওহর খান। ছবিটি দেখা মাত্রই তার কমেন্টে গওহর লিখেছেন, কী করে সলমন কম বয়সের দিকে এগোচ্ছেন? সলমন একজন ১৮ বছরের ছেলেকেও দৌড়ে হারিয়ে দিতে পারেন। মাশা আল্লাহ! চালিয়ে যান বলে মন্তব্য সলমনের উদ্দেশে তাঁর!
advertisement
সলমন বর্তমানে তাঁর নতুন ছবি Radhe: Your Most Wanted Bhai-এর কাজে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে (Disha Patani)। পরিচালনায় রয়েছেন প্রভু দেবা (Prabhu Deva)। কোরিয়ান থ্রিলার The Outlaws -এর উপর ভিত্তি করে তৈরি এর প্লট। সলমন ও দিশার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রণদীপ হুডা (Randeep Hooda) ও জ্যাকি শ্রফও (Jackie Shroff)। তা ছাড়াও আমির খান (Aamir Khan) আর করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) Laal Singh Chaddha-তেও তাঁর একটি ক্যামিও রোল আছে।
advertisement
এ দিকে ২৫ ডিসেম্বর বড়দিনেই (Christmas) সঙ্গীতশিল্পী ইসমাইল দরবারের (Ismail Darbar) ছেলে জইদ দরবারের (Zaid Darbar) সঙ্গে বিয়ে গওহর খানের। মঙ্গলবারই এ কথা প্রকাশ্যে এনেছেন এই জুটি। আপাতত বিয়ের প্রস্তুতিতেই ব্যস্ত তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2020 3:00 PM IST