#মুম্বই: ফের মা হয়েছেন বলিউড অভিনেত্রী এষা দেওল ৷ গত সোমবারই মা হয়েছেন হেমা-কন্যা ৷ তাঁদের সংসারে দ্বিতীয় সন্তান আসায় বেজায় খুশি এষা এবং তাঁর স্বামী ভরত তখতানি ৷ তাঁরা আগে থেকেই নাম ঠিক করে রেখেছিলেন ৷ মেয়ে হলে মেয়ের নাম রাখবেন ‘মিরায়া’ঠিক করেই রেখেছিলেন তাঁরা ৷ সেইমতো মেয়ের নাম রেখেছেন ‘মিরায়া’৷
এ বার সামনে এল এষা দেওলের মেয়ে ‘মিরায়া’র প্রথম ছবি ৷ খুশির আমেজ দেওল এবং তখতানি পরিবারে ৷ ভরত নিজেকে প্রচণ্ড ভাগ্যবান বলে মনে করছেন ভরত ৷ তিনি বলেন, ‘আমি প্রচণ্ড ভাগ্যবান ৷
যাকে ঘিরে থাকবে তিনজন মহিলা ৷’শুভেচ্ছায় ভাসছেন এষা ৷ তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন,‘তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।