অ্যাসিডে ঝলসানো পোড়া মুখ! বীভৎস চেহারায় সামনে এলেন দীপিকা পাড়ুকোন

Last Updated:
#মুম্বই: বরাবরই উজ্জ্বল, দৃঢ়, ব্যক্তিময়ীর চরিত্রে নজর কেড়েছেন দীপিকা ৷ কখনও ‘মস্তানি’, আবার কখনও ‘পদ্মাবতী’ ৷ লড়াকু নারীর গল্প পর্দায় দারুণ ভাবে ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি মেলা ভার ৷
তবে এবার নিজের চেনা প্রচলিত গতের বাইরে বেরিয়ে আরও খানিকটা সাহসী পদক্ষেপ নিলেন দীপিকা ৷ রিল লাইফে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের গল্পকেই ফুটিয়ে তুলবেন দীপিকা ৷ মেঘনা গুলজারের পরিচালনায় ‘ছপক’ মুক্তি পাবে ২০২০-র ১০ জানুয়ারি ৷ সম্প্রতি সেই ছবিতে লক্ষ্মীর ভূমিকায় দীপিকার ফার্স্ট লুক সামনে এল ৷ নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করলেন নায়িকা ৷ ছবিতে দীপিকার ত্বক কুচকানো, ঝলসানো, কিছুটা বিকৃত ৷ তবু মুখের হাসিটি অমলিন ৷ ছবির মধ্যে নৃশংসতা আছে, আছে ভয়ঙ্কর চক্রান্তের গন্ধও ৷ তবু নায়িকার মুখের ওই হাসিটার মধ্যে কোথাও একটা লুকিয়ে রয়েছে না মরতে দেওয়া আত্মবিশ্বাস ৷
advertisement
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে মেঘনা বলেন, ‘‘দীপিকার সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে মিটিং করার আগে বহুবার নিজের সঙ্গে কথা বলেছি ৷ ভাবতাম মনে হয় দীপিকা এরকম একটা চরিত্র করতে উৎসাহ দেখাবে না ৷ সে সময় তিনটে বড় বড় বোল্ড চরিত্র করার পর একটু হালকা গোছের কিছু ছবি খুঁজছিল ও ৷ কিন্তু আমার কাছে কোনও রোম্যান্টিক হালকা মেজাজের ছবি ছিল না ৷ কিন্তু ও লক্ষ্মীর চরিত্রটা করতে রাজি হয় ৷ আর আমিও হাঁফ ছেড়ে বাঁচি ৷’’
advertisement
advertisement
advertisement
ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে দীপিকা জানিয়েছেন, আজ থেকেই শুরু হয়েছে ‘ছপক’এর শুটিং ৷ ছবিতে অবশ্য নায়িকার নাম হবে মালতী ৷ সঙ্গে ছবির মুক্তির তারিখও জানিয়ে দিয়েছেন দীপিকা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
অ্যাসিডে ঝলসানো পোড়া মুখ! বীভৎস চেহারায় সামনে এলেন দীপিকা পাড়ুকোন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement