#মুম্বই: বরাবরই উজ্জ্বল, দৃঢ়, ব্যক্তিময়ীর চরিত্রে নজর কেড়েছেন দীপিকা ৷ কখনও ‘মস্তানি’, আবার কখনও ‘পদ্মাবতী’ ৷ লড়াকু নারীর গল্প পর্দায় দারুণ ভাবে ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি মেলা ভার ৷তবে এবার নিজের চেনা প্রচলিত গতের বাইরে বেরিয়ে আরও খানিকটা সাহসী পদক্ষেপ নিলেন দীপিকা ৷ রিল লাইফে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের গল্পকেই ফুটিয়ে তুলবেন দীপিকা ৷ মেঘনা গুলজারের পরিচালনায় ‘ছপক’ মুক্তি পাবে ২০২০-র ১০ জানুয়ারি ৷ সম্প্রতি সেই ছবিতে লক্ষ্মীর ভূমিকায় দীপিকার ফার্স্ট লুক সামনে এল ৷ নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করলেন নায়িকা ৷ ছবিতে দীপিকার ত্বক কুচকানো, ঝলসানো, কিছুটা বিকৃত ৷ তবু মুখের হাসিটি অমলিন ৷ ছবির মধ্যে নৃশংসতা আছে, আছে ভয়ঙ্কর চক্রান্তের গন্ধও ৷ তবু নায়িকার মুখের ওই হাসিটার মধ্যে কোথাও একটা লুকিয়ে রয়েছে না মরতে দেওয়া আত্মবিশ্বাস ৷
ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে দীপিকা জানিয়েছেন, আজ থেকেই শুরু হয়েছে ‘ছপক’এর শুটিং ৷ ছবিতে অবশ্য নায়িকার নাম হবে মালতী ৷ সঙ্গে ছবির মুক্তির তারিখও জানিয়ে দিয়েছেন দীপিকা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Acid Attack Survivor, Chhapaak, Deepika padukone, Laxmi Agarwal