Fatima Sana Shaikh: ফের বলিউডে করোনা, এবার আক্রান্ত ফতিমা সানা শেখ!

Fatima Sana Shaikh: ফের বলিউডে করোনা, এবার আক্রান্ত ফতিমা সানা শেখ!

ফতিমা সানা শেখ।

সম্প্রতি অনুরাগ বসুর 'লুডো' ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও নেটফ্লিক্সের 'সূরজ পে মঙ্গল ভারী' ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁকে আগামীতে দেখা যাবে জয়দীপ অহলওয়াতের সঙ্গে নেটফ্লিক্সের 'আজিব দাস্তান' ছবিতে।

 • Share this:

  #মুম্বই: ফের বলিউডে করোনার হানা। এবার করোনা পজিটিভ হলেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। সোমবার ২৯ বছরের অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামের স্টোরিতে এই খবর শেয়ার করেছেন। করোনাভাইরাস থেকে মুক্তির সমস্ত রকম সতর্কতা তিনি অবলম্বন করছেন বলেও জানিয়েছেন ফতিমা সানা শেখ। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, 'আমি কোভিড ১৯ পজিটিভ হয়েছি এবং এই মুহূর্তে করোনার বিধি মেনে চলছি। বাড়িতেই হোম কোয়ারেন্টিনে রয়েছি।' এর পাশাপাশি ফ্যানেদের তিনি ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য।

  ২০১৬ সালে আমির খান ও সান্যা মালহোত্রার সঙ্গে 'দঙ্গল' ছবিতে অভিনয়ের পর থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ফতিমা। এছাড়াও টেলিভিশনে বেশ কয়েকটি শো-তে কাজ করেছেন তিনি। তালিকায় রয়েছে লেডিজ স্পেশ্যাল ও আগলে জনম মোহে বিটিয়া হি কিজো। বলিউডেও বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যেই কাজ করে নজর কেড়েছেন তিনি। আমির খানের 'ঠগস অফ হিন্দোস্তান'-এ অভিনয় করেছিলেন ফতিমা। ওই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফরাও।

  ফতিমার ইনস্টাগ্রাম পোস্ট। ফতিমার ইনস্টাগ্রাম পোস্ট।

  সম্প্রতি অনুরাগ বসুর 'লুডো' ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও নেটফ্লিক্সের 'সূরজ পে মঙ্গল ভারী' ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁকে আগামীতে দেখা যাবে জয়দীপ অহলওয়াতের সঙ্গে নেটফ্লিক্সের 'আজিব দাস্তান' ছবিতে।

  গত বুধবার করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গিয়েছে আমির খানের তরফে। এ বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে বলিউডের একাধিক তারকা ধরা পড়েছেন করোনায়। তালিকায় রয়েছেন রণবীর কাপুর, মিলিন্দ সোমন, কার্তিক আরিয়ান, রোহিত শ্রফ, সিদ্ধান্ত চতুর্বেদী, মনোজ বাজপেয়ী, রণবীর শোরে, কৃতী শ্যানন, তারা সুতারিয়ারা। অন্যদিকে, কোভিড ১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সঞ্জয় দত্ত ও সলমান খান।

  Published by:Raima Chakraborty
  First published: