'বাংলায় অনেক ছবি হচ্ছে কিন্তু সাহসিকতার অভাব বোধ করি' জয় সেনগুপ্ত

Last Updated:

"নিজের সৃজনশীলতা নিয়েই তো এগোতে চাই ৷ টাকার পিছোনে ছোটার কোন তাগিদ কোনদিনই অনুভব করিনি ৷ যখন বড় হচ্ছি তখন গোবিন্দ নিহালিনির ছবি দারুণ লাগত ৷ আমার কাজও শুরু হয় হাজার চুরাশি কি মা দিয়ে ৷ এরপর একে একে পাতালঘর, চতুরঙ্গ, বিলু রাক্ষস-এর মত ছবি করেছি বাংলায় ৷"

#মুম্বই: মুম্বইয়ের ভরসোভার ফ্ল্যাট থেকে সমুদ্র দেখা যায় ৷ উত্তাল সমুদ্রই তাঁকে শান্ত করে, স্ট্রেস কমায় ৷ দিনের শেষে বাড়ি ফিরে এসে অভিনেতা জয় সেনগুপ্ত মন দেন সিনেমায় বা বইয়ে ৷ আর মাঝেমাঝে নজরে থাকে আরব সাগর ৷ "আসলে সমুদ্র যেন আমার সব খারাপ লাগাগুলো ভাসিয়ে নিয়ে, দিয়ে যায় মুঠো মুঠো আশা ৷ পাহাড় যেমন মানুষকে বিনয়ী করে, সমুদ্রের স্রোতে বয়ে যায় আমাদের দুঃখ ৷" মত জয়ের ৷ আপাতত তিনি ব্যস্ত তাঁর থিয়েটার, ছবি, অ্যাডের শ্যুট নিয়ে ৷
নিজের বাড়িতে খোশমেজাজে অভিনেতা ৷ Photo Courtesy : Joy Sengupta নিজের বাড়িতে খোশমেজাজে অভিনেতা ৷ Photo Courtesy : Joy Sengupta
থিয়েটার থেকেই অভিনয়ের যাত্রা শুরু ৷ তাই সেই মঞ্চ তাঁর বরাবরের প্রিয় ৷ তবে থিয়েটার প্রিয় হওয়ার আরও একটা কারণ রয়েছে ৷
advertisement
advertisement
অনর্গল বলে চললেন জয়
"এখনও থিয়েটার আমার কাছে ব্যক্তিগত মাধ্যম ৷ নিজেকে পুরোপুরি মেলে ধরার জন্য উপযুক্ত ৷ আসলে সিনেমা তৈরি করার সময় অনেক বিষয় মাথায় রাখতে হয় ৷ ব্যবসায়ীক স্বার্থ যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ ব্যক্তিগত কারণ থেকে বাহ্যিক কারণ দ্বারা নিয়ন্ত্রিত সিনেমার মাধ্যম ৷ শিল্পী হিসেবে তাই কিছুটা দূরত্ব তৈরি হয় ৷ তবে সিনেমার প্রতি আমার অগাদ সম্মান রয়েছে ৷ সিনেমাই তো আমাদের জনপ্রিয় করে৷"
advertisement
তাহলে সিনেমায় প্রধান চরিত্রে কেন পাওয়া যায় না ?
একটু থেমে জয়ের উত্তর,
"আসলে কিছু কিছু চরিত্র মানুষের মনে দাগ কেটে যায়, কয়েকটা সিন হলেও স্মরণীয় হয়ে থাকে ৷ সেই চরিত্রগুলোই আমার কাছে গুরুত্বপূর্ণ ৷ মানুষ মনে রাখেন ৷ আর মানুষের কাছে পৌঁছানোর জন্য এতেই আমার ভরসা ৷" তাই ব্যোমকেশের ছেলের চরিত্র হোক বা ঘরে এন্ড বাইরে নায়িকার বাগদত্তা অনায়াস অভিনয় জয়ের ৷ আপাতত হতে বেশ কিছু প্রোজেক্ট ৷ প্রশ্ন করতেই গড়গড়িয়ে বলে গেলেন একের পর এক নাম ৷ কৈলাশ সত্যার্থীর বচপন বাঁচাও আন্দোলনকে কেন্দ্র করে ছবি ঝলকি-র এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি ৷ এছাড়াও কি এন্ড কসমস, তৃতীয়ত, আমার আর্তনাদ-এর মত ছবি সঙ্গে নেটফ্লিক্সের একটি সিরিজ বিউটিফুল হ্যান্ড অফ দিল্লি ৷
advertisement
মুম্বইয়ের বাড়িতে জয় ৷ Photo Courtesy : Joy Sengupta মুম্বইয়ের বাড়িতে জয় ৷ Photo Courtesy : Joy Sengupta
ছবি, অ্যাড, থিয়েটার সব একসঙ্গে সামলান কী করে ?
এর উত্তর যেন তৈরিই ছিল , 
"নিজের সৃজনশীলতা নিয়েই তো এগোতে চাই ৷ টাকার পিছোনে ছোটার কোন তাগিদ কোনদিনই অনুভব করিনি ৷ যখন বড় হচ্ছি তখন গোবিন্দ নিহালিনির ছবি দারুণ লাগত ৷ আমার কাজও শুরু হয় হাজার চুরাশি কি মা দিয়ে ৷ এরপর একে একে পাতালঘর, চতুরঙ্গ, বিলু রাক্ষস-এর মত ছবি করেছি বাংলায় ৷" কোথাও কি মুম্বইয়ের শিল্পী হলে কলকাতার বাজারে কদর বাড়ে ? "এগুলো আগে হত, এখন এমন কিছুই নেই ৷ চরিত্রে ফিট হলেই আমি কাজটা করি ৷"
advertisement
বাংলায় এখন তো অনেক কাজ হচ্ছে...প্রশ্ন শেষ হতে না হতেই বাংলা ছবির বাজার নিয়ে মতামত দিলেন জয় ...
জয়ের কথায়,
"কাজ হচ্ছে, অনেক রকম কাজ ৷ কিন্তু কোথায় একটু সাহসিকতার অভাব বোধ হয় ৷ ছয় বা সাতের দশকে যেমন উচ্চতায় পৌঁছেছিল বাংলা ছবি, এখন সেখানে অনেক ছবি হলেও উন্নতমানের নয় ৷ বিশ্বায়নের যুগে ফিল্ম আর্টের বদলে ভোগ্যপণ্য পরিণত হয়েছে ৷ মানুষ যেন সেভাবেই তৈরি হয়েছে ৷ নতুন প্রজন্মের সঙ্গে সাহিত্যের দূরত্ব তৈরি হয়েছে ৷ সাহিত্য নির্ভরতা কমে গিয়েছে ৷"
advertisement
Photo Courtesy : Joy Sengupta Photo Courtesy : Joy Sengupta
কাদের পরিচালনা ভাল লাগে ?
একটুও না থেমে,
"বাংলায় কৌশিক গঙ্গোপাধ্যায়, আদিত্যবিক্রম সেনগুপ্ত , হিন্দিতে বিশাল ভরদ্বাজ, দিবাকর বন্দ্যোপাধ্যায় ৷ আর অনুরাগ বসু, অনুরাগ কাশ্যপ তো বন্ধু , ওদের কাজ সবসময়ই ভাল লাগে ৷"
advertisement
ইন্টারভিউয়ের শেষে প্রেম বা বিয়ের কথা উঠতেই একটু যেন রোম্যান্টিক হয়ে উঠলেন জয় সেনগুপ্ত ...
হালকা হেসে, জয় জানালেন
"প্রেম আমার কাছে দারুণ অভিজ্ঞতা ৷ আমার প্রেম সোশ্যাল মিডিয়া প্রেম নয় ৷ প্রেম মানেই তাতে থাকবে গভীরতা ৷ প্রেম আমায় সমৃদ্ধ করেছে ৷ যে পেয়েছি, যা হারিয়েছি সবই প্রতিফলিত হয়েছে আমার অভিনয়ে ৷"
বাংলা খবর/ খবর/বিনোদন/
'বাংলায় অনেক ছবি হচ্ছে কিন্তু সাহসিকতার অভাব বোধ করি' জয় সেনগুপ্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement