Exclusive: 'শেরশাহ ছবিতে অভিনয় আমার দেশপ্রেম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে,' শতাফ ফিগার

Last Updated:

স্বাধীনতা দিবসের আগে মুক্তি পাবে শেরশাহ ছবিটি৷ কার্গিল যুদ্ধে ক্যাপ্টেন বিক্রম বাত্রার অবদান নিয়ে তৈরি হয়েছে এই ছবি৷

২০২১-এর স্বাধীনতা দিসবে বলিউডের উপহার শেরশাহ ছবি৷ কার্গিল যুদ্ধের উপর তৈরি এই ছবিতে প্রধান চরিত্র ক্যাপ্টেন বিক্রম বাত্রা (Capt Vikram Batra)৷ যুব সমাজের প্রতীক, বীর এই সেনা দেশের জন্য লড়াই করে শহীদ হন৷  মরণোত্তর পরমবীর চক্র পুরস্কারে সম্মানিত হন তিনি৷ এবার তাঁকে নিয়ে ছবি শেরশাহ (Shershaah) তৈরি করেছে ধর্মা প্রোডকশন৷ সেই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শতাফ ফিগার (Shataf Figar)৷ ছবি মুক্তির আগে  News18 বাংলার সঙ্গে কথা বললেন তিনি৷ জানালেন ছবি নিয়ে তাঁর অভিজ্ঞতা৷
১) কেমন ছিল শেরশাহ ছবিতে কাজের অভিজ্ঞতা?
উত্তর-এই ধরণের ছবি বারবার আসে না৷ সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে শেরশাহ৷ কিংবদন্তীদের গল্প উঠে আসবে ছবিতে৷ যা অভিনেতা হিসেবে আমাকে খুবই অনুপ্রাণিত করেছে৷ তার উপর ধর্মা প্রোডাকশেনর ছবি৷ এমন বড় ব্র্যান্ডের সঙ্গে৷ সব মিলিয়ে খুবই ভাগ্যবান মনে হয়েছে নিজেকে৷ আরও একটা বিষয়, বলিউডে কাজ করে অভিনেতা হিসেবে নিজের মধ্যে আত্মবিশ্বাস কয়েকগুন বেড়েছে৷ মনে হচ্ছে এরপর আরও ভাল কাজ করতে পারব, আরও ভাল কাজ আসবে৷ আর শেহশাহ ছবিতে অভিনয় করে ভারতীয় সেনা বাহিনীর উপর শ্রদ্ধা আরও বেড়েছে৷ তাঁরা কীভাবে দেশের সুরক্ষার জন্য কাজ করছে, সেই উপলব্ধিও হয়েছে৷ মানে এই ছবিতে অভিনয় করে অভিনেতা হিসেবে এক ধরণের অভিজ্ঞতা হয়েছে এবং দেশের সাধারণ নাগরিক হিসেবেও এক অন্য অভিজ্ঞতা হয়েছে৷ সব মিলিয়ে এই মুহূর্তে আমার অভিজ্ঞতার ঝুলি পূর্ণ৷
advertisement
২)এত বড় মাপের ছবি, এবং গল্পও তেমন, ছবি মুক্তির আগে কী মনে হচ্ছে?
উত্তর- সত্যি বলতে খুব গর্বিত এই ছবিতে কাজ করে৷ কারণ এখানে আমি এক বীর সেনার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি৷ এটা খুব বড় ব্যাপার৷ কলকাতার ছেলে হয়ে মুম্বইতে কাজ করা এবং তাও এত বড় প্রোজেক্টে কাজ করা খুবই ভাগ্যের ব্যাপার৷ আমি খুব খুশি৷ তবে কিছুটা নার্ভাস তো বটেই৷ সকেলর কাজ কেমন লাগবে, সেটা ভেবে৷ তবে এটা বলতে পারি যে আমাদের পরিচালক বিষ্ণু বর্ধন খুব যত্ন নিয়ে কাজটা করেছেন৷ তাঁর থেকে অনেক কিছু শিখেছি৷ অভিনেতা হিসেবে সমৃদ্ধ হয়েছি৷ আর বারবার বলব, সেনার প্রতি শ্রদ্ধা কয়েকগুন বেড়ে গিয়েছে৷
advertisement
advertisement
৩)দেশের জন্য কাজ করলে গর্ব তো হয়৷ অলিম্পিক্সের মঞ্চ দেখলাম আমরা৷ সেভাবে দেশাত্মবোধক ছবির শ্যুটেও কি আলাদা কোনও আবেগ কাজ করে?
উত্তর- অবশ্যই৷ যখন কোনও কিংবদন্তীর চরিত্রে অভিনয় করি, তখন তো একটা অন্য অভিজ্ঞতা, অন্য আবেগ৷ খুবই গর্বের বিষয়৷ এমন ছবি করলে দেশপ্রেমের আবেগটা যেন টগবগ করে শরীরে! আর সব থেকে বড় পাওনা হল সেনার ইউনিফর্ম পরা৷ এটা একটা আলাদাই আবেগ, বলে বোঝানো যাবে না৷ আমি খুবই গর্বিত এই ছবিতে অভিনয় করে৷
advertisement
শেহশাহ ছবিতে শতাফ ফিগার শেহশাহ ছবিতে শতাফ ফিগার
আমি লেফ্টন্যান্ট জেনারেল ওয়াই কে যোশীর চরিত্রে অভিনয় করেছি৷ যিনি বর্তমানে জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ নর্দান কমান্ড (General Officer Commanding-in-Chief Northern Command) হিসেবে নিযুক্ত৷ লেহ-তে গিয়ে তাঁর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে৷ এটা ছবির ওয়ার্কশপের মধ্যেই ছিল৷ তাঁর থেকে কার্গিল যুদ্ধের অনেক কথা শুনেছি, বোঝার চেষ্টা করেছি তাঁর চরিত্র৷ এভাবেই নিজেকে এই ছবি এবং এই চরিত্রের জন্য তৈরি করেছি৷ ছবিটি তো আসলে ক্যাপ্টেন বিক্রম বার্তাকে নিয়ে এবং সেখানেই কার্গিল যুদ্ধের প্রেক্ষাপট৷
advertisement
৪) আপনার একটা আলাদা ব্যাপার রয়েছে৷ সাদা-কালো চুল, চোখে একটা অদ্ভুত চাহনি...মেয়েরা কী বলে?
উত্তর- (খুব হেসে) শুধু মেয়েরা নয়, ছেলেরাও বলে৷ আমার চেহারাটা একেবার আলাদা, অনন্য৷ আমায় তো অনেকে বলেন সিলভার ফক্স বা জর্জ ক্লুনি অব ইন্ডিয়া৷ এসব কমেন্টের থেকে আর বড় কী পাওনা৷ একটা জিনিস মনে হয় যে, আমি এই চেহারার মাধ্যমে একটা পরিবর্তন আনতে পেরেছি৷ কারণ, না হলে সাদা-কালো চুল মানেই বৃদ্ধের চরিত্র করতে হবে, এটা ধারণা ছিল৷ এখন ছবির গল্প পাল্টাচ্ছে, গল্প বলার ধরণও, তাই আমি কাজও পাচ্ছি৷ কোনও বাবার চরিত্র নয় যদিও...অনেকে ভেবেছিলেন আমি এই চেহারা নিয়ে হয়ত কাজ পাব না৷ তবে আমার আত্মবিশ্বাস আমায় এগিয়ে যেতে সাহায্য করেছে৷ কলকাতার এই ছেলে এমন কাজ করুক যাতে কলকাতার নাম আরও উজ্জ্বল হয়...
advertisement
সাদা-কালো চুল শতাফের অন্যতম আকর্ষণ সাদা-কালো চুল শতাফের অন্যতম আকর্ষণ
৫) কিছুদিন আগেই তো জন্মদিন পালন করলেন, বয়সটা বলে দিন কত হল?
উত্তর- আমি ৪৩৷ বাড়ি এসেছি, জন্মদিন কাটাতে সকলের সঙ্গে৷ আর তার সঙ্গেই পরিবারের সবাই মিলে শেরশাহ দেখব বলে৷
৬) মডেলিং থেকে ছবিতে কাজ৷ টলিউড-বলিউড৷ সময়টা কেমন? যদিও করোনা কাজে অনেকটা বাধা দিয়েছে৷
উত্তর- বেশ ভাল সময় কাটছে৷ আরিয়া ২-র শ্যুটিং শেষ করলাম৷ অক্টোবর মুক্তি পাবে৷ আরও একটি হাবিব ফায়জালের ছবি দোস প্রাইসি ঠাকুর গার্সের কাজ শেষ হয়েছে৷ এর সঙ্গেই পাঞ্চ বিটের কাজ হল৷ কাজ ভাল হচ্ছে৷ তবে শেরশাহের পর একটু বেছে কাজ করছি৷ ওটিটির জন্য অনেক কাজ আসছে৷ এই সময়টা এমন যে নিজের মধ্যে যোগ্যতা থাকলে ভাল কাজ ঠিক পাওয়া যাবে৷
advertisement
টিম শেরশাহ টিম শেরশাহ
৭) খুব ঘুরে বেড়ান আপনি, ছবি আসে সোশ্যাল মিডিয়ায়৷ প্রকৃতির কাছাকাছি থাকতে ভাল লাগে খুব? মনকে শান্তি দেয়? অভিনেতা হিসেবে আরও সমৃদ্ধ করে?
উত্তর- দুটোই৷ কারণ অভিনেতা হিসেবে কাজের মধ্যে অনেক অভিজ্ঞতা হয়৷ তারপর নিজের সঙ্গে কিছুটা সময় কাটালে খুব শান্তি লাগে৷ এবং ঘুরতে গেলে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, তাদের থেকে অনেক কিছু শেখা যায়৷ অভিনেতা হিসেবে সেটা আমায় আরও উন্নত করে৷
৮)আর প্রেম?
উত্তর- ভাল চলছে, স্টেডি গার্লফ্রেন্ড রয়েছে, ভালবাসা ইজ ওন!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Exclusive: 'শেরশাহ ছবিতে অভিনয় আমার দেশপ্রেম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে,' শতাফ ফিগার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement