অবাধ যৌনতা আর নয়, নতুন বছরে একগুচ্ছ অঙ্গীকার একতার
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
বলিউডের বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব বলেই পরিচিত একতা। এবার তিনিই ঠিক করলেন নতুন বছরে কী কী করবেন , আর কী করবেন না। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নতুন বছরের পরিকল্পনা জানালেন প্রযোজক।
#মুম্বই: নতুন বছরে এরগুচ্ছ অঙ্গীকার নিলেন প্রযোজক একতা কাপুর। বলিউডের বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব বলেই পরিচিত একতা। এবার তিনিই ঠিক করলেন নতুন বছরে কী কী করবেন , আর কী করবেন না। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নতুন বছরের পরিকল্পনা জানালেন প্রযোজক।
একতা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন যে, তিনি ধূমপান, মদ্যপান ও বিশৃঙ্খল যৌনতা বন্ধ করবেন। দ্বিতীয়ত বাধ্য হয়ে মিথ্যে বলার অভ্যেসের জন্য় তিনি থেরাপিস্টের দ্বারস্থ হবেন।
তবে হঠাৎ এত বদল আনতে চাইছেন কেন একতা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিছুদিন আগেই তনবীর বুকওয়ালা নামে এক ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন একতা। এই ছবি ঘিরেও রহস্য তৈরি হয়। কানাঘুষো খবর, একতা নাকি বর্তমানে এই ব্যক্তির সঙ্গেই সম্পর্কে রয়েছেন। খুব শীঘ্রই দুজনের বিয়ে করার পরিকল্পনা রয়েছে বলেও গুঞ্জন।
advertisement
advertisement
ছবি পোস্ট করে একতা লিখেছিলেন, এই হলাম আমরা! খুব শীঘ্রই সব বলব। এই নিয়েই তৈরি হয়েছে জল্পনা। একতার অনুরাগী ও ঘনিষ্ঠ মহলে তাই প্রশ্ন, নতুন মানুষের সঙ্গে জীবন শুরু করবেন বলেই কি নতুন বছরে এই নতুন অঙ্গীকারগুলি নিয়েছেন তিনি! তবে আসল সত্যিটা কি, তা সময়ই বলতে পারবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2021 9:22 AM IST