‘মাকে তুমি খুব মিস করতে, আশা করি এবার মায়ের সঙ্গে তোমার দেখা হয়েছে..’ সুসিকে দেওয়া একতার শ্রদ্ধাঞ্জলিতে ভিজল চোখ
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
এদিন টেলিভিশন কুইনের পোস্টে আরও একবার ভিজল সুশান্ত অনুরাগীদের চোখ ৷
#মুম্বই: ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে এখনও বিশ্বাস করতে পারছেন না ‘মেন্টর’ একতা কাপুর, যে ‘সুসি’ আর নেই ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে বিধ্বস্ত বলিউড ৷ ভেঙে পড়েছেন টেলিভিশন কুইন একতা কাপুরও ৷ একতার বালাজি টেলিফিল্মসের হাত ধরেই তো জনপ্রিয়তার সিঁড়ি চড়তে শুরু করেছিলেন সুশান্ত ৷
সারা রাত ঘুমোতে পারেননি একতা ৷ চোখের সামনে শুধুই ভেসে উঠেছে সুশান্তের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ৷ পার্টি-শ্যুটিং .. সেই টুকরো টুকরো স্মৃতিগুলোর কোলাজ গড়েই ডার্লিং সুশি-কে শ্রদ্ধাঞ্জলি দিলেন একতা ৷ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে একতা লিখেছেন, ‘একটা অস্থির দিন বিনিদ্র রাত কাটানোর পর একটু অন্যরকম কিছু করার চেষ্টা করলাম.... বালাজি টেলিফিল্মসের তরফ থেকে ট্রিবিউট হিসাবে আমাদের কিছু ছবি এখানে দিলাম ৷ এগুলি দেখতে দেখতে ভাবতে বাধ্য হচ্ছি, সত্যিই আমরা যাদের ভালবাসি, কেয়ার করি..বাস্তবেও কি সত্যিই তাদের পাশে থাকি! নাকি যারা তথাকথিত চেনা পথে চলে না, তাদের বিচার বিবেচনা করতেই ব্যস্ত থাকি!’
advertisement
আসলে বাকি অভিনেতা বা স্টারেদের থেকে কতটা আলাদা ছিলেন সুশান্ত সিং রাজপুত তা উঠে এসেছে একতা কাপুরের লেখায় ৷ সুশান্তের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তুমি কখনও নিজের পরবর্তী ফিল্ম নিয়ে কথা বলতে না ৷ তোমার সঙ্গে কথা হলে তা শুরু হত, অস্ট্রোনমি, মহাকাশের গুঢ় তথ্য, মেটা ফিজিক্স, নাসার নতুন নক্ষত্র আবিষ্কার কিংবা ‘শিবা’ শব্দের মানে... একদমই অভিনেতা সুলভ আচরণ নয়, বরং এক অন্যধরনের ব্যাপার ৷ তোমার মতো জিনিয়াসের এটাই ছিল অন্যধরনের একটা স্বভাব ৷’
advertisement
advertisement
সুশান্তকে আবিষ্কার ও টিভিতে ব্রেক দেওয়ার কথাও উঠে এল একতার স্মরণে ৷ টেলিভিশন কুইনের পোস্ট, ‘পৃথ্বী ক্যাফেতে বালাজি ফিল্মের সঙ্গে তোমার প্রথম দেখা থেকে দেশের অন্যতম সম্ভাবনাময় জনপ্রিয় তারকা হওয়া, সবই তো তুমি করেছ ৷ আমরা প্রতিদিনই তোমার এই টুকরো টুকরো স্মৃতিগুলোকেই উদযাপন করব ৷ মাকে খুব মিস করতে সুশি ৷ আশা করি এইবার তোমার মায়ের সঙ্গে দেখা হয়েছে, তুমি ওনার সঙ্গেই রয়েছ ৷’
advertisement
All I can share is a #balajitelefilms tribute to you with few of our pictures! This made me think if we really are there for those we love or care for! Do we know people or do we just judge the ones who don’t follow norms! (1/3) pic.twitter.com/jzcvVWrw7O
— Ekta Kapoor (@ektarkapoor) June 15, 2020
advertisement
From you being spotted at prithvi cafe by the Balaji team for TV to you becoming India’s brightest star you did it all! We will celebrate you everyday! Hope you are with your mom now who you missed so much! (3/3)
— Ekta Kapoor (@ektarkapoor) June 15, 2020
advertisement
কেরিয়ারের শুরুতেই নিজের কাজ, প্রতিভা ও পার্সোনালিটি দিয়েই ম্যাম একতার মন জয় করে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ পছন্দের স্টারের তালিকায় প্রথমদিকেই ছিল তাঁর নাম ৷ একসপ্তাহ আগেই সোশ্যাল মিডিয়ায় ‘পবিত্র রিস্তা’ নিয়ে একটি পোস্ট করেছিলেন একতা ৷ এই সেই শো যার থেকে আসমুদ্রহিমাচলের হার্টথ্রব হয়ে ওঠেন ‘মানব’ ওরফে সুশান্ত সিং রাজপুত ৷ একতার পোস্টের নিচেই সুশান্ত লিখেছিলেন, ‘এই সুযোগ দেওয়ার জন্য আমি সারাজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব ম্যাম ৷ ’ রবিবার সুশান্তের মৃত্যুসংবাদ পেয়ে হতবাক একতা সেই কথোপকথনের স্ক্রিন শট পোস্ট করেই লিখেছিলেন- ‘এটা ঠিক করলে না সুশি! এক সপ্তাহে সব বদলে গেল! ঠিক করলে না বেবি ৷’ এদিন টেলিভিশন কুইনের পোস্টে আরও একবার ভিজল সুশান্ত অনুরাগীদের চোখ ৷
advertisement
Not fair Sushi! One week everything changed! Not fair my baby! pic.twitter.com/aEnWaOlrXR
— Ekta Kapoor (@ektarkapoor) June 14, 2020
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2020 3:02 PM IST