‘মাকে তুমি খুব মিস করতে, আশা করি এবার মায়ের সঙ্গে তোমার দেখা হয়েছে..’ সুসিকে দেওয়া একতার শ্রদ্ধাঞ্জলিতে ভিজল চোখ

Last Updated:

এদিন টেলিভিশন কুইনের পোস্টে আরও একবার ভিজল সুশান্ত অনুরাগীদের চোখ ৷

#মুম্বই: ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে এখনও বিশ্বাস করতে পারছেন না ‘মেন্টর’ একতা কাপুর, যে ‘সুসি’ আর নেই ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে বিধ্বস্ত বলিউড ৷ ভেঙে পড়েছেন টেলিভিশন কুইন একতা কাপুরও ৷ একতার বালাজি টেলিফিল্মসের হাত ধরেই তো জনপ্রিয়তার সিঁড়ি চড়তে শুরু করেছিলেন সুশান্ত ৷
সারা রাত ঘুমোতে পারেননি একতা ৷ চোখের সামনে শুধুই ভেসে উঠেছে সুশান্তের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ৷ পার্টি-শ্যুটিং .. সেই টুকরো টুকরো স্মৃতিগুলোর কোলাজ গড়েই ডার্লিং সুশি-কে শ্রদ্ধাঞ্জলি দিলেন একতা ৷ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে একতা লিখেছেন, ‘একটা অস্থির দিন বিনিদ্র রাত কাটানোর পর একটু অন্যরকম কিছু করার চেষ্টা করলাম.... বালাজি টেলিফিল্মসের তরফ থেকে ট্রিবিউট হিসাবে আমাদের কিছু ছবি এখানে দিলাম ৷ এগুলি দেখতে দেখতে ভাবতে বাধ্য হচ্ছি, সত্যিই আমরা যাদের ভালবাসি, কেয়ার করি..বাস্তবেও কি সত্যিই তাদের পাশে থাকি! নাকি যারা তথাকথিত চেনা পথে চলে না, তাদের বিচার বিবেচনা করতেই ব্যস্ত থাকি!’
advertisement
আসলে বাকি অভিনেতা বা স্টারেদের থেকে কতটা আলাদা ছিলেন সুশান্ত সিং রাজপুত তা উঠে এসেছে একতা কাপুরের লেখায় ৷ সুশান্তের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তুমি কখনও নিজের পরবর্তী ফিল্ম নিয়ে কথা বলতে না ৷ তোমার সঙ্গে কথা হলে তা শুরু হত, অস্ট্রোনমি, মহাকাশের গুঢ় তথ্য, মেটা ফিজিক্স, নাসার নতুন নক্ষত্র আবিষ্কার কিংবা ‘শিবা’ শব্দের মানে... একদমই অভিনেতা সুলভ আচরণ নয়, বরং এক অন্যধরনের ব্যাপার ৷ তোমার মতো জিনিয়াসের এটাই ছিল অন্যধরনের একটা স্বভাব ৷’
advertisement
advertisement
সুশান্তকে আবিষ্কার ও টিভিতে ব্রেক দেওয়ার কথাও উঠে এল একতার স্মরণে ৷ টেলিভিশন কুইনের পোস্ট, ‘পৃথ্বী ক্যাফেতে বালাজি ফিল্মের সঙ্গে তোমার প্রথম দেখা থেকে দেশের অন্যতম সম্ভাবনাময় জনপ্রিয় তারকা হওয়া, সবই তো তুমি করেছ ৷ আমরা প্রতিদিনই তোমার এই টুকরো টুকরো স্মৃতিগুলোকেই উদযাপন করব ৷ মাকে খুব মিস করতে সুশি ৷ আশা করি এইবার তোমার মায়ের সঙ্গে দেখা হয়েছে, তুমি ওনার সঙ্গেই রয়েছ ৷’
advertisement
advertisement
advertisement
কেরিয়ারের শুরুতেই নিজের কাজ, প্রতিভা ও পার্সোনালিটি দিয়েই ম্যাম একতার মন জয় করে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ পছন্দের স্টারের তালিকায় প্রথমদিকেই ছিল তাঁর নাম ৷ একসপ্তাহ আগেই সোশ্যাল মিডিয়ায় ‘পবিত্র রিস্তা’ নিয়ে একটি পোস্ট করেছিলেন একতা ৷ এই সেই শো যার থেকে আসমুদ্রহিমাচলের হার্টথ্রব হয়ে ওঠেন ‘মানব’ ওরফে সুশান্ত সিং রাজপুত ৷ একতার পোস্টের নিচেই সুশান্ত লিখেছিলেন, ‘এই সুযোগ দেওয়ার জন্য আমি সারাজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব ম্যাম ৷ ’ রবিবার সুশান্তের মৃত্যুসংবাদ পেয়ে হতবাক একতা সেই কথোপকথনের স্ক্রিন শট পোস্ট করেই লিখেছিলেন- ‘এটা ঠিক করলে না সুশি! এক সপ্তাহে সব বদলে গেল! ঠিক করলে না বেবি ৷’ এদিন টেলিভিশন কুইনের পোস্টে আরও একবার ভিজল সুশান্ত অনুরাগীদের চোখ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘মাকে তুমি খুব মিস করতে, আশা করি এবার মায়ের সঙ্গে তোমার দেখা হয়েছে..’ সুসিকে দেওয়া একতার শ্রদ্ধাঞ্জলিতে ভিজল চোখ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement