সব্যসাচী, মণীশ, ঋতুকে ইডি’র সমন, আর্থিক তছরূপ মামলায় নজরে তিন ফ্যাশন ডিজাইনার
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আর্থিক তছরূপের মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির তিন আইকন সব্যসাচী (Sabyasachi Mukherjee), মণীশ (Manish Malhotra) ও ঋতু (Ritu Kumar ) কে।
#মুম্বই: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর নজরে এ বার বলিউডের তিন নামী ফ্যাশন ডিজাইনার । সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) মণীশ মালহোত্রা (Manish Malhotra) এবং ঋতু কুমার (Ritu Kumar )-এর নাম জড়িয়েছে আর্থিক তছরুপ মামলায় । তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় সংস্থা । পঞ্জাবের বিধায়ক সুখপাল সিং খারিয়া (Sukhpal Singh Khaira)-র বিরুদ্ধে জারি থাকা আর্থিক তছরূপের মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির তিন আইকনকে। জানা গিয়েছে দিল্লিতে ইডির সদর দফতরে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার হাজিরা দিতে বলা হয়েছে তিনজনকেই।
বিধায়ক সুখপাল সিং খারিয়া আগে কংগ্রেসে ছিলেন । সম্প্রতি তিনি আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন । তাঁর বিরুদ্ধে মাদক পাচার ও ভুয়ো পাসপোর্ট কারবার চালানোর অভিযোগ রয়েছে । ইডি সূত্রে খবর, খারিয়ার তরফে ২০১৮-১৯ সালে ওই তিন ডিজাইনারকে লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে । এই লেনদেন কেন, তার হিসাব জানতেই জিজ্ঞাসাবাদ করা হবে তিন ডিজাইনারকে ।
advertisement
তবে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে খারিয়া বলেছেন, ‘‘এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করে কোনও লাভ নেই । আপনারা বরং ইডি বা ডিজাইনারদের সঙ্গে কথা বলতে পারেন । আমি এঁদের কাছ থেকে আমার মেয়ের বিয়ের সময় ৩-৪ লাখ টাকার কয়েকটি ওয়েডিং লেহেঙ্গা কিনেছিলাম, ব্যাস । এই সামান্য কেনাকেটার ঘটনাকে কী করে আর্থিক তছরুপের তকমা দেওয়া যেতে পারে আমি জানি না ।’’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2021 8:19 AM IST