#মুম্বই: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর নজরে এ বার বলিউডের তিন নামী ফ্যাশন ডিজাইনার । সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) মণীশ মালহোত্রা (Manish Malhotra) এবং ঋতু কুমার (Ritu Kumar )-এর নাম জড়িয়েছে আর্থিক তছরুপ মামলায় । তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় সংস্থা । পঞ্জাবের বিধায়ক সুখপাল সিং খারিয়া (Sukhpal Singh Khaira)-র বিরুদ্ধে জারি থাকা আর্থিক তছরূপের মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির তিন আইকনকে। জানা গিয়েছে দিল্লিতে ইডির সদর দফতরে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার হাজিরা দিতে বলা হয়েছে তিনজনকেই।
বিধায়ক সুখপাল সিং খারিয়া আগে কংগ্রেসে ছিলেন । সম্প্রতি তিনি আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন । তাঁর বিরুদ্ধে মাদক পাচার ও ভুয়ো পাসপোর্ট কারবার চালানোর অভিযোগ রয়েছে । ইডি সূত্রে খবর, খারিয়ার তরফে ২০১৮-১৯ সালে ওই তিন ডিজাইনারকে লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে । এই লেনদেন কেন, তার হিসাব জানতেই জিজ্ঞাসাবাদ করা হবে তিন ডিজাইনারকে ।
তবে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে খারিয়া বলেছেন, ‘‘এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করে কোনও লাভ নেই । আপনারা বরং ইডি বা ডিজাইনারদের সঙ্গে কথা বলতে পারেন । আমি এঁদের কাছ থেকে আমার মেয়ের বিয়ের সময় ৩-৪ লাখ টাকার কয়েকটি ওয়েডিং লেহেঙ্গা কিনেছিলাম, ব্যাস । এই সামান্য কেনাকেটার ঘটনাকে কী করে আর্থিক তছরুপের তকমা দেওয়া যেতে পারে আমি জানি না ।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ED, Manish Malhotra, Money laundering case, Ritu Kumar, Sabyasachi Mukherjee