সব্যসাচী, মণীশ, ঋতুকে ইডি’র সমন, আর্থিক তছরূপ মামলায় নজরে তিন ফ্যাশন ডিজাইনার

Last Updated:

আর্থিক তছরূপের মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির তিন আইকন সব্যসাচী (Sabyasachi Mukherjee), মণীশ (Manish Malhotra) ও ঋতু (Ritu Kumar ) কে।

#মুম্বই: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর নজরে এ বার বলিউডের তিন নামী ফ্যাশন ডিজাইনার । সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) মণীশ মালহোত্রা (Manish Malhotra) এবং ঋতু কুমার (Ritu Kumar )-এর নাম জড়িয়েছে আর্থিক তছরুপ মামলায় । তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় সংস্থা । পঞ্জাবের বিধায়ক সুখপাল সিং খারিয়া (Sukhpal Singh Khaira)-র বিরুদ্ধে জারি থাকা আর্থিক তছরূপের মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির তিন আইকনকে। জানা গিয়েছে দিল্লিতে ইডির সদর দফতরে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার হাজিরা দিতে বলা হয়েছে তিনজনকেই।
বিধায়ক সুখপাল সিং খারিয়া আগে কংগ্রেসে ছিলেন । সম্প্রতি তিনি আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন । তাঁর বিরুদ্ধে মাদক পাচার ও ভুয়ো পাসপোর্ট কারবার চালানোর অভিযোগ রয়েছে । ইডি সূত্রে খবর, খারিয়ার তরফে ২০১৮-১৯ সালে ওই তিন ডিজাইনারকে লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে । এই লেনদেন কেন, তার হিসাব জানতেই জিজ্ঞাসাবাদ করা হবে তিন ডিজাইনারকে ।
advertisement
তবে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে খারিয়া বলেছেন, ‘‘এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করে কোনও লাভ নেই । আপনারা বরং ইডি বা ডিজাইনারদের সঙ্গে কথা বলতে পারেন । আমি এঁদের কাছ থেকে আমার মেয়ের বিয়ের সময় ৩-৪ লাখ টাকার কয়েকটি ওয়েডিং লেহেঙ্গা কিনেছিলাম, ব্যাস । এই সামান্য কেনাকেটার ঘটনাকে কী করে আর্থিক তছরুপের তকমা দেওয়া যেতে পারে আমি জানি না ।’’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
সব্যসাচী, মণীশ, ঋতুকে ইডি’র সমন, আর্থিক তছরূপ মামলায় নজরে তিন ফ্যাশন ডিজাইনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement