Anurag Kashyap: আর সময় নষ্ট নয়, এবার থেকে ১০ মিনিটের জন্য ১ লাখ টাকা! মধ্যমেধা নিয়ে ক্ষুব্ধ কাশ্যপের বিস্ফোরক মন্তব্য

Last Updated:

Anurag Kashyap: তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন অনুরাগ। পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু তাঁর। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর পরিচালক তামিল অভিনেতা এবং সংগীতশিল্পী জিভি প্রকাশের সঙ্গে কাজ করবেন।

অনুরাগ কাশ্যপ
অনুরাগ কাশ্যপ
মুম্বই: ১০ মিনিটের জন্য ১ লাখ টাকা! ফের বিস্ফোরক মন্তব্য করে শিরোনাম দখল করলেন বিশ্বখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ। চারদিকে হইহই শুরু হয়েছে শিল্পীকে নিয়ে। আধুনিক ভারতীয় সিনেমার অন্যতম পথপ্রদর্শক। সিনেমার জগতে নতুন সংজ্ঞা তৈরি করেছেন তিনি। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ থেকে ‘সেক্রেড গেমস’, তাঁর দৃষ্টিভঙ্গির অনন্যতা বারবার প্রকাশ পেয়েছে।
শনিবার, অনুরাগ কাশ্যপ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, ‘নবাগতদের সাহায্য করার চেষ্টা করে আমি অনেক সময় নষ্ট করেছি। এবং বেশিরভাগের মধ্যেই মধ্যমেধার প্রতিফলন দেখেছি। তাই এখন আমি আর যে কোনও কারও সঙ্গে করে আমার সময় নষ্ট করতে চাই না, যারা মনে করে যে তারা সৃজনশীল প্রতিভা। তাই আমি ঠিক করেছি, যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চায়, ১০-১৫ মিনিটের জন্য আমি ১ লাখ, আধ ঘণ্টার জন্য ২ লাখ এবং ১ ঘণ্টার জন্য ৫ লাখ টাকা চার্জ করব। এটাই রেট। মানুষের সঙ্গে দেখা করে সময় নষ্ট করতে করতে আমি ক্লান্ত। আপনি যদি সত্যিই মনে করেন যে আপনি এই খরচ বহন করতে পারেন, আমাকে কল করুন অথবা আমার থেকে দূরে থাকুন। এবং সমস্ত টাকা অগ্রিম দিতে হবে।’
advertisement
advertisement
ক্যাপশনে লিখলেন, ‘আমি যা বললাম, সেটাই সত্যি, আমাকে মেসেজ করা, কল করা বন্ধ করুন। টাকা দিন, সময় পেয়ে যাবেন। সেই মানুষগুলিকে আমি আর সহ্য করতে পারছি না যারা শর্টকাট রাস্তা নিয়ে চলে।’
advertisement
এরই মাঝে খবর তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন অনুরাগ। পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু তাঁর। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর পরিচালক তামিল অভিনেতা এবং সংগীতশিল্পী জিভি প্রকাশের সঙ্গে কাজ করবেন। এর আগে ২০১৮ সালে তামিল ছবি ‘ইমাইক্কা নোদিগাল’-এ অনুরাগ অভিনয় করেছিলেন নয়নতারা, বিজয় সেতুপতী এবং অথরভার সঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anurag Kashyap: আর সময় নষ্ট নয়, এবার থেকে ১০ মিনিটের জন্য ১ লাখ টাকা! মধ্যমেধা নিয়ে ক্ষুব্ধ কাশ্যপের বিস্ফোরক মন্তব্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement