Dilip Kumar Hospitalised: দু'সপ্তাহের মধ্যে ফের হাসপাতালে দিলীপ কুমার, শ্বাসকষ্ট নিয়ে ICU-তে অভিনেতা!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমারকে (Dilip Kumar) ফের হাসপাতালে (Dilip Kumar Hospitalised) ভর্তি করা হয়েছে।
#মুম্বই: বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমারকে (Dilip Kumar) ফের হাসপাতালে (Dilip Kumar Hospitalised) ভর্তি করা হয়েছে। ৯৮ বছরের অভিনেতা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। মুম্বইয়ের খর রোডের হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে অভিনেতাকে। এ মাসের শুরুতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিছুদিন আগেই সুস্থ হয়ে এই হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান অভিনেতা।
এ মাসের শুরুর দিকে, দু'সপ্তাহ আগেই এই হাসপাতাল থেকে ছুটি পেয়েছিলেন তিনি। ফের অসুস্থ হওয়ায় এবার তাঁকে আইসিইউ-তে ভর্তি করতে হয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, গতকাল রাতে দিলীপ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং প্রথমেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়। সূত্রের খবর, একটি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। আপাতত স্থিতিশীল রয়েছেন অভিনেতা।
advertisement
সংবাদসংস্থা সূত্রে জানানো হয়েছে, প্রবল শ্বাসকষ্ট শুরু হওয়ার জেরেই হাসপাতালে ভর্তি করা হয়েছে দিলীপ কুমারকে। তাঁর বয়সের কথা মাথায় রেখে সোজা তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিনি এখন স্থিতিশীল রয়েছেন। আইসিই-তে সর্বক্ষণ ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি।
advertisement
গত ৬ জুন দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেবারও শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল তাঁর। বুকে চাপ ধরার সমস্যারও চিকিৎসা করা হয়েছিল। গত ১১ জুন বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি। অভিনেতার ফের অসুস্থতার খবরে মন খারাপ তাঁর ভক্তদের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2021 1:38 PM IST