শর্ট ড্রেস পরে নাচতে গেলেন নায়িকা, জামা উড়ে গিয়ে ক্যামেরার সামনেই অস্বস্তিকর পরিস্থিতি!

Last Updated:

‘দিয়া অউর বাতি হম’ সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । সেই দীপিকা সিং এ বার ক্যামেরার সামনে পড়লেন অস্বস্তিকর পরিস্থিতিতে ।

#মুম্বই: বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা সিং (Deepika Singh) । ‘দিয়া অউর বাতি হম’ সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । তারপর থেকেই দীপিকার জনপ্রিয়তা বেড়ে যায় । সেই দীপিকা সিং এ বার ক্যামেরার সামনে পড়লেন অস্বস্তিকর পরিস্থিতিতে ।
তারকাদের ব্যক্তিগত জীবন প্রায় সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে । তাঁরা কখন কী করছেন, কী খাচ্ছেন, কী পরছেন...সবটাই নজরে পড়ে যায় মানুষের । সে সব নিয়ে চুলচেরা বিশ্লেষণও হয় । পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় বিতর্ক । আবার কখনও কখনও পাবলিসিটির জন্য হরেক আজব কাণ্ডকারখানা ঘটিয়ে থাকেন তারকারা ।
advertisement
এই ঘটনাটি অবশ্য একেবারেই নায়িকার অজান্তে হয়েছে । আর তারপর মশকরা করেই সেটি পোস্ট করেছেন দীপিকা নিজে । যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । নায়িকাকে দেখা গিয়েছে একটি ছোট্ট হলুদ ড্রেস আর স্নিকার্স পরে ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ‘বন কে তিতলি’ গানটিতে কোনও এক পাহাড়ি স্থানে নাচছেন দীপিকা । কিন্তু হাওয়ার চোটে হঠাৎই নায়িকার জামা উড়ে যায় । যদিও তৎক্ষণাৎ হাত দিয়ে ধরে ফেলেন তিনি ।
advertisement
advertisement
advertisement
‘দিয়া অউর বাতি হম’ ধারাবাহিকে একজন আইপিএস পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছিলেন দীপিকা । সেখানে তাঁর নাম হয়েছিল সন্ধ্যা । ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সিরিয়ালটি । পরে ওই ধারাবাহিকের পরিচলাক রোহিত রাজ গয়ালের সঙ্গেই বিয়ে হয় দীপিকার । তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে । ‘দিয়া অউর বাতি হম’ ধারাবাহিকটির থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাতেও ‘তোমায় আমার মিলে’ নামের একটি সিরিয়াল হয়েছিল । সেটিও মারাত্মক জনপ্রিয়তা পেয়েছিল সে সময় ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
শর্ট ড্রেস পরে নাচতে গেলেন নায়িকা, জামা উড়ে গিয়ে ক্যামেরার সামনেই অস্বস্তিকর পরিস্থিতি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement