Home /News /entertainment /
‘মালতী আর অমলকে আমার সঙ্গে বয়ে বেড়াব’, ছপকের শ্যুটিং শেষে বললেন মেঘনা গুলজার

‘মালতী আর অমলকে আমার সঙ্গে বয়ে বেড়াব’, ছপকের শ্যুটিং শেষে বললেন মেঘনা গুলজার

ছবি: ট্যুইটার ৷

ছবি: ট্যুইটার ৷

‘ছপক’-এর শ্যুটিং শেষে তাই মন ছুঁয়ে যাওয়া পোস্ট দিলেন মেঘনা গুলজার ৷

  • Share this:

    #মুম্বই: মেঘনা গুলজারের পরিচালিত ‘ছপক’ ছবির শ্যুটিং সবে শেষ হল ৷ আর সেই ছবির শ্যুটিং শেষে আবেগঘন পোস্ট করলেন পরিচালক ৷ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়েই তৈরি এই গল্প ৷ লক্ষ্মীর চরত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ৷ এই ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ ছবিতে দেখা যাবে বিক্রান্ত মেসিকে ৷ পর্দায় দীপিকার নাম হয়েছে মালতী ৷ আর বিক্রান্তের নাম অমল ৷ গত কয়েকমাস ধরেই অ্যাসিডে ঝলসানো মেকআপে দীপিকাকে ‘ছপক’-এর শ্যুটিং করতে দেখা গিয়েছিল ৷ দীপিকা আর বিক্রান্তের একটি লিপলক সিনও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ তবে এবার শ্যুটিং শেষের পালা ৷ তবে কিছু কিছু জিনিস শেষ হলেও মনে থেকে যায় ৷ ‘ছপক’-এর শ্যুটিং শেষে তাই মন ছুঁয়ে যাওয়া পোস্ট দিলেন মেঘনা ৷

    First published:

    Tags: Chhapaak, Deepika padukone, Meghna Gulzar, Vikrant Massey

    পরবর্তী খবর