#মুম্বই: রেডি স্টেডি গো ! প্রেম সপ্তাহ শুরু ৷ এই ক'টা দিন ব্যস্ততা সরিয়ে প্রেমেই ডুবে থাকতে চান যুগলরা। ব্যতিক্রম নয় তারকারাও। ভ্যালেন্টাইনস সপ্তাহ ছুটি কাটাতে উড়ে গিয়েছেন সেলিব্রিটি কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।শুক্রবার সকালেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই ছবি শেয়ার করে এই খবরটি দেন স্বয়ং দীপিকা। ছবিতে দেখা যাচ্ছে দুজনের পাসপোর্টের ছবি। ক্যাপশনে লেখেন, 'আমি এবং সে' (His and Hers')। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন 'Vacation'।
আজ, শনিবার সকালেই আবার মস্তানি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে দুজোড়া চটি, একটি সাদা ও আরও একটি কালো। ক্যাপশনে লেখেন, 'তুমি আমায় গন্তব্যে নিয়ে যাবে, তাই আমি তোমার উপর নির্ভর করি।" আর এটাতেও দেওয়া রয়েছে 'Vacation' হ্যাশট্যাগ।
কিন্তু কোথায় গেছেন ? কেউ কিচ্ছুটি জানে ন! তবে নতুন ছবি দেখা বোঝা যাচ্ছে কোনও সমুদ্র সৈকত। বলা ভাল, রহস্য জিইয়ে রাখতে ইচ্ছে করেই ফাঁস করেননি দীপিকা আর রণভীর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika padukone, Ranveer Singh, Valentines day 2020, Valentines week