‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র স্মৃতি উস্কে আবারও এক সঙ্গে দীপিকা-রণবীর!

Photo: Instagram

Photo: Instagram

একটা ছবি ৷ উস্কে দিয়ে গেল ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র স্তৃতি ৷ মনে করিয়ে দিলেন খোদ নায়িকাই ৷ আবারও কাছাকাছি প্রাক্তন প্রেমিক যুগল ৷ তবে না, কোনও ছবির জন্য নয় ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: একটা ছবি ৷ উস্কে দিয়ে গেল ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র স্মৃতি ৷ মনে করিয়ে দিলেন খোদ নায়িকাই ৷ আবারও কাছাকাছি প্রাক্তন প্রেমিক যুগল ৷ তবে না, কোনও ছবির জন্য নয় ৷ ফোটোশুটের জন্য একসঙ্গে দেখা গেল দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপূরকে ৷

    আরও পড়ুন: জলের নীচে বিকিনিতে পরিনীতি, ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়

    ‘যব নয়না মিট বানি’ ৷ছবির ক্যাপশন এটাই ৷ লিখেছেন স্বয়ং নায়িকা ৷ কারণ সম্প্রতি মনীশ মালহোত্রার ফ্যাশন শো’তে শো স্টাপার ছিলেন প্রাক্তন এই লভ বার্ডস ৷ স্বাভাবিকভাবেই শো-তে উপস্থিত সকলেরই নজর ছিল তাঁদেরই দিকে ৷ মনীশের পোশাকে আমন্ত্রিত অতিথিদের নজর কাড়লেন নায়ক-নায়িকা ৷ সাদা-কালো ক্লাসিক কম্বিনেশনে দুর্দান্ত মানিয়েছিল তাঁদের ৷ একসঙ্গে ফোটোশ্যুটও করলেন দু’জনে ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল নয়না আর বানির ছবি ৷

    jab naina met bunny... @manishmalhotra05

    A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

    First published:

    Tags: Bollywood, Deepika padukone, Fashion Show, Manish Malhotra, Ranbir Kapoor, Relationship