• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বিয়ের পরই টুইস্ট ! স্বামী রণবীরকে টেক্কা দীপিকার

বিয়ের পরই টুইস্ট ! স্বামী রণবীরকে টেক্কা দীপিকার

File Photo

File Photo

 • Share this:

  #মুম্বই: দীপিকা পাডুকোন ৷ বলিউডের প্রথম সারির অভিনেত্রী ৷ সদ্য বিয়ে সেরে ফেললেন ৷ আর বিয়ের পরই এভাবে স্বামীকে টক্কর! কেউ ভাবতেই পারেনি ৷ বিয়েতে দীপিকার শাশুড়ি দীপিকার ওড়নায় 'সদা সৌভাগ্যবতী ভবঃ' লিখিয়েছিলেন ৷ সেটাই হল ৷ তবে ছেলের কপাল কতটা খুলল তা প্রশ্নের ৷ কিন্তু দীপিকা অনেকটাই এগিয়ে গেলেন ৷

  ফোর্বস ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত হল দেশের ধনী তারকাদের তালিকা ৷ তাতে মহিলাদের মধ্য প্রথম স্থানে উঠে এলেন দীপিকা ৷ শুধু তাই নয়, প্রথম দশে তিনিই একমাত্র মহিলা যিনি ঠাঁই পেয়েছেন তালিকায় ৷ প্রথম দশে তিনি চতুর্থ স্থানে রয়েছেন ৷ সাবাশ ! বিয়ের পর পরই এমন সুখবর ৷

  এখানেই তিনি টেক্কা দিয়েছেন স্বামী রণবীরকে ৷ প্রথম দশ ধনী তারকার লিস্টে রয়েছেন বটে রণবীর সিং, কিন্তু দীপিকার থেকে কিছুটা পিছিয়ে ৷ তিনি রয়েছেন অষ্টম স্থানে ৷ তবে স্বামী-স্ত্রী দুজনের নাম উঠে আসাতেই খুশি ভক্তরা ৷

  First published: