এগিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলল তৈমুর, দেখুন ভিডিও

Last Updated:

আধো আধো ভাষায় সে যে কী বলতে চেয়েছিল তা অবশ্য বোঝা যায়নি ৷

#মুম্বই: তাকে দেখলেই ঘিরে ফেলে চিত্রগ্রাহকদের দল ৷ একাধিক ফ্ল্যাশ চমকে ওঠে তাকে ঘিরে ৷ এই মুহূর্তে জনপ্রিয়তায় দেসের তাবড় তাবড় নায়ক-নায়িকা-মন্ত্রীদেরও হার মানায় ছোটে নবাব, তৈমুর আলি খান পতৌদি ৷
যদিও ইতিমধ্যেই তৈমুরের এই জনপ্রিয়তা নিয়ে বেশ উদ্বিগ্ন সইফ-করিনা ৷ একাধিকবার তাঁরা পাপারাৎজিদের নিষেধও করেছেন, সারাক্ষণ তৈমুরের ছবি না তুলতে ৷ তৈমুর যাতে একটা সাধারণ জীবন কাটাতে পারে, সেদিকে খেয়াল রেখেই সফইনার এই সতর্কবাণী ৷ কিন্তু যতই না করা হোক না কেন, ছবি শিকারীরা কিন্তু নিজেদের অবস্থানে অনড় ৷ তৈমুরকে দেখতে পেলেই বড় বড় লেন্স তাড়া করতে ছাড়ে না তাকে ৷
advertisement
এদিকে ছবি তোলায় মোটেই অনীহা নেই তৈমুরের ৷ জন্মের পরদিন থেকেই ক্যামেরা হাতে পাপারাৎজিদের দেখতে দেখতে অভ্যস্থ হয়ে গিয়েছে সে ৷ বারবারই দেখা গিয়েছে, সাংবাদিকরা তার নাম ধরে ডাকলে দিব্যি সাড়া দেয় সে ৷ একবার তো সকলকে নিজের নাম সংশোধন করে সে বলেছিল, ‘ইটস টিম ৷’’ বোঝাই যায়, ক্যামেরার সান্নিধ্য বেশ উপভোগ করে সে ৷
advertisement
advertisement
এবারও তৈমুরকে দেখা গেল এগিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ৷ তবে ন্যানি তার হাত ধরে রেখেছিল ৷ আধো আধো ভাষায় সে যে কী বলতে চেয়েছিল তা অবশ্য বোঝা যায়নি ৷
View this post on Instagram

#taimuralikhan

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
এগিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলল তৈমুর, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement