শাড়ির ফাঁকে উঁকি দিল শরীরের খাঁজ, একাই মাতালেন চিত্রাঙ্গদা সিং, দেখুন ভিডিও
Last Updated:
#মুম্বই: বয়স তাঁর ৪৪, কিন্তু তাঁকে দেখলে কে বলবে? এখনও যৌবনের মায়া জড়ানো তাঁর শরীরে। এখনও তিনি হেঁটে গেলে বেড়ে যায় হার্টবিট। তিনি চিত্রাঙ্গদা সিং। ২০০৩ সালে 'হাজারো খোয়াইসে এয়সি' ছবি দিয়েই বলিউডে কাজ শুরু করেছিলেন তিনি। তখন থেকেই তাঁর লাস্যময়ী চলনে পাগল ছিল গোটা বলিউড। এখনও তিনি একই রকম লাস্যময়ী।
অনেক দিন কোনও ছবি করছেন না তিনি। লাইমলাইটেও নেই বেশ কিছুদিন। সম্প্রতি কুইনি সিং-এর একটি ফ্যাশন শো'তে দেখা গেল তাঁকে। শাড়িতে সেজে উঠলেন তিনি। দেখালেন শরীরের খাঁজও। তাতেই পাগল হল চিত্রাঙ্গদার ফ্যানেরা। এই ভিডিও প্রকাশ্যে আসতে না আসতেই ভাইরাল হল এই ভিডিও।
advertisement
advertisement
Location :
First Published :
March 25, 2019 6:45 PM IST