Home /News /entertainment /
'' আমার প্রথম প্রেমিক গে ছিল !'' এতবছর বাদে মুখ খুললেন সেলিনা

'' আমার প্রথম প্রেমিক গে ছিল !'' এতবছর বাদে মুখ খুললেন সেলিনা

 • Share this:

  #মুম্বই: অবশেষে শীতঘুমের অবসান হল! দীর্ঘ ৭ বছর পর বলিটাউনে কামব্যাক করছেন একসময়ের সেনসেশন সেলিনা জেটলি! ক্রেডিট অবশ্য পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের। মা- মেয়ের সম্পর্ককে কেন্দ্রে করে ছবি বানাচ্ছেন পরিচালক। নাম ''সিজন গ্রিটিংস''। রামকমলের কথায়, পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রতি এটি তাঁর শ্রদ্ধার্ঘ্য। ছবিতে মেয়ের চরিত্রে অভিনয় করছেন সেলিনা, মায়ের ভূমিকায় লিলেট দুবে। রয়েছেন আজাহার খানও।

  শুধু নায়িকা নয়, সেলিনার আরও একটি পরিচয় রয়েছে। তিনি এলজিবিটি অ্যাকটিভিস্ট। জানালেন, '' আমার প্রথম প্রেমিক ছিল গে। ১৬ বছর বয়সে বুঝতে পারি ও আর পাঁচটা ছেলের থেকে আলাদা। আমার প্রথম মেক-আপ আর্টিস্টও গে ছিলেন। এরপর থেকেই এলজিবিটি অ্যাকটিভিস্ট হিসেবে কাজ শুরু করি।''

  ঋতুপর্ণ ঘোষের প্রসঙ্গে সেলিনা ভীষণ সংবেদনশিল। তাঁর ভাষায়, '' আজ থেকে ১৮ বছর আগে যখন এলজিবিটিদের নিয়ে কাজ শুরু করি তখন থেকেই ঋতুদা আমার অনুপ্রেরণা। রামকমল যখন গল্পটা শোনাল আমি সিদ্ধান্ত নিতে দু'বার ভাবিনি। মনে হয়েছিল এটাই আমার সেরা কমাব্যাক ফিল্ম।''

  আরও পড়ুন-হট নায়িকা যখন বাড়ির লক্ষ্মী বউ, দেখুন পাওলির বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও

  First published:

  Tags: Bollywood, Celina Jaitly, Comeback, Return, Rituparno ghosh

  পরবর্তী খবর