বেআইনি বিটকয়েন কেনাবেচায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে তলব ইডি-র

Last Updated:

বেআইনি বিটকয়েক কেনাবেচা ও টাকা পয়সা লেনদেন মামলায় বলি-অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রাকে তলব করল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ৷

#মুম্বই: বেআইনি বিটকয়েক কেনাবেচা ও টাকা পয়সা লেনদেন মামলায় বলি-অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রাকে তলব করল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ৷
ভারতে বিটকয়েন (ভার্চুয়াল কারেন্সি)-এর কেনাবেচা, ব্যবসা সবটাই নিষিদ্ধ ৷ কিছুদিন আগেই বেআইনি অর্থ লেনদেন রোধ আইনে (পিএমএলএ) ফৌজদারি মামলা করে ইডি ৷ এবার সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল রাজ কুন্দ্রাকে ৷ জানা গিয়েছে, এই ব্যবসায় কুন্দ্রার জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷ ইডি-র হাতে এই সংক্রান্ত কিছু তথ্যপ্রমাণও রয়েছে ৷
advertisement
advertisement
ইডির করা ওই মামলায় নাম উঠেছে নিষিদ্ধ বিটকয়েন ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা অমিত ভরদ্বাজ ও আরও আটজনের ৷ ওই ওয়েবসাইটের মাধ্যমে স্কিমে অর্থ ঢেলে প্রায় ৮ হাজার বিনিয়োগকারীর আনুমানিক ২ হাজার কোটি টাকা লোকসান হয়েছে বলে অভিযোগ ওঠে। মহারাষ্ট্র পুলিশের এফআইআরের ভিত্তিতে ইডি মামলা করে ৷ পুণে পুলিশের হাতে ধরা পড়েন অমিত ভরদ্বাজ ও তাঁর ভাই বিবেক। তাঁদের সূত্রেই এবার পুলিশের জালে পড়লেন রাজ ৷
advertisement
এর আগেও একবার আইপিএল বেটিংয়ের সঙ্গে নাম জড়িয়েছিল কুন্দ্রার ৷ এরপর থেকেই ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয়ে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল শিল্পার স্বামীকে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বেআইনি বিটকয়েন কেনাবেচায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে তলব ইডি-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement