পিসি হতে চলেছেন Sushmita, নায়িকার জন্মদিনেই সন্তানের জন্ম দেবেন ভাতৃবধূ Charu Asopa

Last Updated:

একটা সময়ে তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা গিয়েছিল বলি-টাউনের অন্দরে । তবে সে সমস্ত গুজবকে হেলায় উড়িয়ে দিয়ে এ বার বাবা-মা হচ্ছেন রাজীব-চারু ।

#মুম্বই: দারুণ উত্তেজিত বলি নায়িকা সুস্মিতা সেন । কারণ এই প্রথমবারের জন্য পিসি হতে চলেছেন তিনি । সুস্মিতার ভাই রাজীব সেনের স্ত্রী চারু আসোপা বর্তমানে সন্তানসম্ভবা । খুব শীঘ্রই মা হবেন তিনি । আর সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেন বিশ্বসুন্দরী ।
২০১৯ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজীব ও টেলি অভিনেত্রী চারু । তারপর অবশ্য একটা সময়ে তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা গিয়েছিল বলি-টাউনের অন্দরে । তবে সে সমস্ত গুজবকে হেলায় উড়িয়ে দিয়ে এ বার বাবা-মা হচ্ছেন রাজীব-চারু । বহুদিন পরে সেন পরিবারে নতুন সদস্যের আগমনের খবরে তাই উচ্ছ্বসিত নায়িকা ।
advertisement
advertisement
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেবি বাম্প নিয়ে চারুর একটি ছবি শেয়ার করে সুস লিখেছেন, ‘‘অনেকদিন ধরে ধৈর্য্য নিয়ে অপেক্ষা করছিলাম এই সুখবরটা তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নেব বলে । খুব তাড়াতাড়ি আমি পিসি হতে চলেছি । অনেক শুভেচ্ছা জানাই আমার মিষ্টি বৌদি আর ভাইকে । তাঁদের এই জার্নি সুখের হোক । ওঁরা নভেম্বরে ওঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাবে । হয়তো দিনটা আমার জন্মদিনের দিনই । ছোট্ট বেবিকে হাতে ধরার আর তর সইছে না । চারু অনেকদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিল । ও বাচ্চাদের খুব ভালবাসে । জানি ও একজন সেরা মা হবে ।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
পিসি হতে চলেছেন Sushmita, নায়িকার জন্মদিনেই সন্তানের জন্ম দেবেন ভাতৃবধূ Charu Asopa
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement