নতুন বছরেই ভাঙনের খবর... প্রেম ভাঙলেন খুশি কাপুর ও বেদাঙ্গ রায়না! বলিপাড়ার 'হট-কাপল' এর 'ব্রেকআপ'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
২০২৩ সালে জোয়া আখতারের ছবি ‘আর্চিজ’-এ একসঙ্গে অভিনয় করছিলেন খুশি ও বেদাঙ্গ। বি-টাউন সূত্রে খবর তখনই প্রেম পরিণতি পায়। সম্পর্ক নিয়ে তেমন রাখঢাকও ছিল না তাঁদের। তবে সেই সম্পর্কেই ইতি টেনেছেন দুজন।
মুম্বই: বছর শুরু হতেই প্রেমে ভাঙন বলিউডে। প্রেম ভাঙল খুশি কাপুর ও বেদাঙ্গ রায়নার। শ্রীদেবী কন্যার সঙ্গে বেদাঙ্গের জুটি প্রায়ই আলোচনা উঠে আসত। ‘তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তাঁরা।
২০২৩ সালে জোয়া আখতারের ছবি ‘আর্চিজ’-এ একসঙ্গে অভিনয় করছিলেন খুশি ও বেদাঙ্গ। বি-টাউন সূত্রে খবর তখনই প্রেম পরিণতি পায়। সম্পর্ক নিয়ে তেমন রাখঢাকও ছিল না তাঁদের। তবে সেই সম্পর্কেই ইতি টেনেছেন দুজন। কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙেছে তা এখনও জানা যায়নি। ইনস্টাগ্রামে তাঁরা এখনও পরস্পরকে অনুসরণ করছেন। শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। দুজনেই মায়ের পথে হেঁটেছেন। অভিনয়কেই নিজের কেরিয়ার করেছেন তাঁরা।
advertisement
advertisement
একই দিনে আরও একটি ব্রেক-আপের খবর প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ে এপি ধিলোঁ-র কনসার্ট ঘিরে শুরু হওয়া সব ভাইরাল মুহূর্তের রেশ কাটতে না কাটতেই নতুন জল্পনা বলিউডে। অভিনেত্রী তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া নাকি এবার সত্যি সত্যি তাঁদের সম্পর্কে ইতি টেনেছেন! Filmfare-এর খবর অনুযায়ী তারা এবং বীর দু’জনেই নাকি ‘চুপচাপ’ তাঁদের সম্পর্ক শেষ করেছেন। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও স্পষ্ট নয় ৷ দিনকয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী তারা সুতারিয়া ও তাঁর প্রেমিক বীর পাহাড়িয়া। সপ্তাহ দুয়েক আগে মুম্বইয়ে পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁর কনসার্ট ছিল। সেখানেই মঞ্চে তারার গালে চুম্বন করেন এপি। যা দেখে নাকি অস্বস্তিতে পড়েন বীর। এমন একটি ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। এর পরেই শুরু হয় তাঁদের বিচ্ছেদ-জল্পনা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2026 2:12 PM IST









