প্রয়াত সুরকার খৈয়াম, চোখের জলে বিদায় জানাল বলিউড...
Last Updated:
১০ দিন আগে ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন
#মুম্বই: প্রয়াত সুরকার খৈয়াম৷ বলিউডের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড৷ কভি কভি, উমরাও জান, ত্রিশূল ছবিতে খৈয়ামের সুরে মুগ্ধ হয়েছিল সঙ্গীতপ্রেমীরা৷ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৯৩ বছর৷
১০ দিন আগে ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন মহম্মদ জাহুর খৈয়াম হাসমি৷ বার্ধক্যজনিতক সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি৷ রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর মৃ্ত্যুর কথা ঘোষণা করেন চিকিৎসকরা৷ রবিবারই ৯৩তে পা দেন এই বর্ষীয়ান সুরকার৷
advertisement
খুব কম বয়স থেকে সঙ্গীত নিয়ে কাজ শুরু করেন খৈয়াম৷ প্রথম কাজই ছিল উমরাও জান৷ তারপর একের পর এক ছবিতে হিট মিউজিক দিয়েছিলেন তিনি৷ প্রায় ৪ দশক ধরে তাঁর জনপ্রিয় সুরে মজে ছিলেন সিনেমাপ্রেমীরা৷ সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন৷ পেয়েছিলেন পদ্মভূষণ সম্মানও। জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসও পেয়েছেন তিনি। ২০১০ সালে পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2019 11:43 PM IST