অভিষেককে ধন্যবাদ জানাল বিএমসি, অভিনেতাকে দ্রুত সুস্থ হওয়ার শুভেচ্ছা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জলসার বাইরে লাগিয়ে দেওয়া হয়েছে কন্টেইনমেন্ট জোন বোর্ড
#মু্ম্বই: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চন ৷ দু’জনেই করোনা আক্রান্ত হওয়ার খবর ট্যুইট করে জানান ৷ আপাতত চিকিৎসাধীন রয়েছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ৷
হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, খুব কম উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ ও অভিষেক ৷ দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ দু’জনেরই অন্যান্য টেস্ট করা হচ্ছে ৷ চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন বিগবি ও জুনিয়ার বি ৷ অমিতাভকে রাখা হয়েছে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৷
বিএমসি বা বৃহন্মুম্বই পুর নিগমের সঙ্গে সবরকম সহযোগিতা করার জন্য অভিষেক বচ্চনকে ধন্যবাদ জানিয়েছে। সেই সঙ্গে বিগ বি আর তাঁর দ্রুত সুস্থ হওয়ার শুভেচ্ছা জানিয়েছে। শনিবার অভিষেক ট্যুইট করে জানিয়েছিলেন যে বিএমসি বা বৃহন্মুম্বই পুর নিগমের সঙ্গে সবরকম সহযোগিতা করছে বচ্চন পরিবার।
advertisement
advertisement
Thank you @juniorbachchan for not just duly complying to the guidelines but also for urging all citizens to stay calm and safe. We wish you and @SrBachchan good health and speedy recovery. https://t.co/eHOeBYOR4C
— माझी Mumbai, आपली BMC (@mybmc) July 12, 2020
advertisement
সকালেই বিএমসির একটি টিম হাজির হয় অমিতাভ বচ্চনের বাড়ি জলসায়। জুহুতে অবস্থিত এই বাংলো ও তার আশপাশের গোটা এলাকা স্যানিটাইজ করবে বিএমসি। নিয়ম মেনেই সিল করা হবে বচ্চনের বাংলো।
তবে ইতিমধ্যেই মুম্বইয়ে অমিতাভের বাংলো জলসাতে পৌঁছে গিয়েছে বিএমসি-র কর্তৃপক্ষরা ৷ সঙ্গে ছিলেন কয়েকজন চিকিৎসকও ৷
আপাতত, সিল করা হয়েছে জলসা ৷ জলসার বাইরে লাগিয়ে দেওয়া হয়েছে কন্টেইনমেন্ট জোন বোর্ড ৷ পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে জলসার আশপাশ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2020 3:44 PM IST