অমিতাভের বাড়িতে অবৈধ নির্মাণ, বিগ বিকে নোটিস বিএমসি-র !
Last Updated:
বৃহস্পতিবার সকাল সকাল নোটিস এল অমিতাভের বাড়িতে ৷ আর নোটিসটা পাঠিয়েছে বৃহন্মুম্বই পুরসভা কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের বাড়িতে অবৈধ নির্মাণের জন্যই নোটিস পাঠানো হয়েছে ৷
#মুম্বই: বৃহস্পতিবার সকাল সকাল নোটিস এল অমিতাভের বাড়িতে ৷ আর নোটিসটা পাঠিয়েছে বৃহন্মুম্বই পুরসভা কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের বাড়িতে অবৈধ নির্মাণের জন্যই নোটিস পাঠানো হয়েছে ৷
তবে শুধুই বিগ বি নয়, একই কারণে নোটিস পাঠানো হয়েছে রাজকুমার হিরানি, পঙ্কজ বালাজি, হরিশ খন্ডেলওয়াল, ওবেরায় রিয়েলটিকে ৷
মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় ফিল্মসিটির কাছে বহুদিন ধরেই বেশ কয়েকটি বিলাসবহুল বাংলো তৈরির কাজ চলছে । আর সেখানেই অমিতাভ বচ্চন-সহ বেশ কয়েকজন বলিউড সেলেব বাংলো কিনেছেন। তথ্য জানার অধিকার আইনে আবেদনকারী অনিল গলগলি-র কথা অনুযায়ী, ওই বাংলো গুলোর নির্মাণে পুরসভার অনুমোদিত প্ল্যানে বেশ কিছু অদলবদল ঘটানো হয়েছে।
advertisement
advertisement
প্ল্যান বদলের বিষয়টি নজরে আসার পরই, বিএমসি বাংলো নির্মাণকারী সংস্থাকে স্পষ্ট জানায়, বাংলোর বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে, নয়তো ফের নতুন করে বাংলোর প্ল্যান পুরসভায় জমা দিতে হবে।
খবর অনুযায়ী, নির্মীয়মাণ বাংলোটি পরিদর্শন করে গিয়েছেন পুরসভার আধিকারিকরা। পরিদর্শনে বেশ কিছু অনিময় ধরা পড়েছে। নোটিস পাওয়ার পর পুরসভার নতুন প্ল্যানও জমা দিয়েছিলেন বাংলোর স্থপতি শশাঙ্ক কোকিল। কিন্তু, সেই প্ল্যান অনুমোদন হয়নি বিএমসির পক্ষ থেকে। এরপরই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিএমসি-র পক্ষ থেকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2017 2:17 PM IST