কী ভাবে জেতা যায় বিগ বস বিজয়ীর শিরোপা? গোপন রহস্য ফাঁস করলেন প্রতিযোগীরাই

Last Updated:

কী ভাবে টিকে থাকা যায় বিগ-বসের ঘরে? জেতা যায় বিজয়ীর শিরোপা? গোপন রহস্য ফাঁস করলেন প্রতিযোগীরাই

#মুম্বই: বিগ বস-এর বাড়িতে যে সব কাণ্ড চলে, অনেকেই বলে থাকেন যে তার পুরোটাই না কি আগে থেকেই সাজানো! মানেটা সাফ- একটা চিত্রনাট্য তৈরি করা থাকে আর সেটা মেনেই যা যা বলার এবং করার করে চলেন প্রতিযোগীরা!
যদিও এখনও পর্যন্ত বিগ বস বিজয়ীর খেতাব জিতেছেন যাঁরা, সেই সব প্রাক্তন প্রতিযোগীরা বলছেন অন্য কথা। স্পষ্ট ভাবেই জানাচ্ছেন কতটা কঠিন লড়াই করতে হয়েছে তাঁদের! পাশাপাশি এটাও জানাতে ভোলেননি, এই লড়াইয়েরও নিজস্ব এক সমীকরণ রয়েছে। সেটা মেনে চলতে পারলেই অন্যদের খুব সহজে হারিয়ে দেওয়া যায়।
গওহর খান, যিনি বিগ বস-এর সপ্তম পর্বে জয়ী হয়েছিলেন, তিনি এই সমীকরণ হিসেবে তুলে ধরেছেন ব্যক্তিস্বাতন্ত্র্য বজায় রাখার কথা। তাঁর কথায়, প্রত্যেকেরই একটা নিজস্ব ব্যক্তিত্ব থাকে, সেটা ভুলে গেলে চলবে না। পাশাপাশি যদি সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখা যায়, তা হলেই দর্শকের ভালোবাসা আর ভোট জিতে নেওয়ার কাজটা সহজ হয়ে যায়।
advertisement
advertisement
আবার কাম্যা পঞ্জাবি, যিনি ওই সপ্তম পর্বেই জোর টক্কর দিয়েছিলেন গওহরকে, উল্লেখ করছেন জেদের কথা। তাঁর মতে, টিঁকে থাকার লড়াইটাই আসল। তিনি নেমে এসেছেন স্বীকারোক্তির পর্যায়ে। জানিয়েছেন, প্রায় রোজই তাঁর মনে হত শো ছেড়ে দিয়ে পালিয়ে আসার কথা! সেটা করেননি বলেই শেষ পর্যন্ত দর্শকের ভালোবাসা পেয়েছেন।
পরশ ছাবরাও গওহরের সঙ্গে গলা মিলিয়েছেন। তাঁরও ওই এক মত- যদি স্বকীয়তা বজায় রাখা যায়, জয় আসবেই! অন্য দিকে মাহিরা শর্মা, যিনি ওই শোয়ে পরশের বেশ ঘনিষ্ঠ ছিলেন, বলছেন সততার বিকল্প হয় না। সততার সঙ্গে নিজের সবটা দিয়ে লড়াই করতে পারলেই মুশকিল আসান হয়ে যায়।
advertisement
এই সব কিছুর সঙ্গে সিজন ১৩-র প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য যোগ করতে ভোলেননি এক মোক্ষম সত্য। তিনি বলছেন, এই শোয়ের বাইরেও তো জীবনের লড়াই করতে হয়, তাই সেখানেও অন্যের কাছ থেকে সম্মান পাওয়াটা জরুরি। এ ক্ষেত্রে আর যাই হোক না কেন, প্রতিযোগীর সঙ্গে খারাপ আচরণ করলে চলবে না!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কী ভাবে জেতা যায় বিগ বস বিজয়ীর শিরোপা? গোপন রহস্য ফাঁস করলেন প্রতিযোগীরাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement