#মুম্বই: আসিম রিয়াজকে হারিয়ে বিগ-বস সিজন ১৩ ট্রফি জিতেছেন সিদ্ধার্থ শুক্লা। বিগবস না জিততে পারলেও রানার-আপ আসিম রিয়াজ কিন্তু জিতে নিয়েছেন দর্শকের মন। সারা দুনিয়ার কয়েক কোটি মানুষের মন জিতেছেন আসিম।সম্প্রতি রিয়াজ একটি শো করতে যাচ্ছিলেন আর তখনই ঘটে এক কাণ্ড। দুজন ছেলে বাইক নিয়ে ধাওয়া শুরু করে তাঁর গাড়ির পিছনে। প্রায় ২০ কিলোমিটার রাস্তা। গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার। ঝড়ের গতিতে গাড়ি ছুটিয়ে ওই দুই যুবক অসিমের গাড়ির আগে চলে যান। গিয়েই ক্যামেরা অন করেন। হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করেন অসিমের গাড়িকে। ততক্ষণে বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরেছেন আসিম। তিনি গাড়ি দাঁড় করাতেই তাঁর উপর ঝাপিয়ে পড়ে দুই যুবক। তাঁরা আসলে আসিম রিয়াজের ফ্যান। একটা ছবি তোলার জন্যই এভাবে ছুটছিল তারা। ফ্যানেদের সঙ্গে চুটিয়ে ছবি তুললেন তিনি। এই ভিডিও ইনস্টাতে শেয়ার হতেই ভাইরাল হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asim Riaz, Bigg Boss 13, Fans