সুইগি’র ডেলিভারি বয়ের কাজ করেন সলমনের ‘ভরত’-এর এই অভিনেতা
Last Updated:
#মুম্বই: অন্যের পেট ভরিয়ে নিজের পেট ভরাতে গিয়ে সারাটাদিন খাটতে হয় অনমানুষিক খাটুনি ৷ সুইগি ডেলিভারি বয়দের কাজটা ঠিক এরকমই ৷ সময়মতো অন্যের পেট খাবার ডেলিভারি করলে তবেই জোটে মাইনে ৷ আর সময়ের মধ্যে সেই খাবার ডেলিভারি না করতে পারলেন নেমে আসে কোপ ৷ রুজি-রুটির ব্যবস্থা করতে এমন তো কত মানুষই কাজ করেন ৷ কিন্তু যদি বলি খোদ সলমন খানের সঙ্গে বলিউডি ছবিতে কাজ করার পরেও সুইগি ডেলিভারি বয়ের কাজ করেন কোনও এক অভিনেতা ৷ তবে নিশ্চই অবাক হবেন! আর অবাক হওয়ারই তো কথা ৷ সলমন খানের সঙ্গে ছবি করার পরেও কি কোনও অভিনেতা সারাদিন চড়া রোদ থেকে প্রবল বর্ষার মধ্যে বাইকে চেপে এই অফিস থেকে ওই অফিস, এই বাড়ি থেকে ওই বাড়ি খাবার ডেলিভারি করে বেরাতে পারেন?
হ্যাঁ পারেন ৷ আর এমনটাই করছেন চেতন রাও নামে এক অভিনেতা ৷ ভাবছেন কে এই চেতন রাও? তিনি হলেন সেই অভিনেতা যাঁকে সলমনের 'ভারত' ছবিতে ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। তা ছাড়া 'সাবধান ইন্ডিয়া', 'দিল্লি ক্রাইম'-সহ বেশ কিছু টিভি সিরিজেও অভিনয় করেছেন চেতন। আবার পাশাপাশি পেটের তাড়নায় ফাঁকা সময়ে 'সুইগি'তে 'ডেলিভারি বয়'-এরও কাজ করেন তিনি। চেতনের বক্তব্য ফাঁকা সময় বসে না থেকে কিছু কাজ করা ভাল ৷
advertisement
নয়া দিল্লি কল্যাণপুরী এলাকার বাসিন্দা চেতন রাও। তবে শ্যুটিংয়ের জন্য সারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন চেতন। এ প্রসঙ্গে অভিনেতা চেতন রাও নিজে জানিয়েছেন, '' আমি হয়ত মাত্র ২-৩ মিনিটের কোনও চরিত্রে অভিনয়ের সুযোগ পাই। তবে এটা কোনও সমস্যা নয়, আমার ভালোলাগা, ইচ্ছা পূরণের জন্য এটাই যথেষ্ঠ। ''
advertisement
তিনি আরও বলেন, '' আমার সব সময়ের জন্য অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল। তবে আমি কোনও প্রতিষ্ঠানে গিয়ে অভিনয় শিখব তাঁর টাকা আমার কাছে ছিল না। তাই আমি টিভিকে আমার গুরু বানিয়ে নিয়েছি। টিভি দেখে দেখেই আমি এখন শিখি। প্রথমে তো আমায় কোনও চরিত্রে অভিনয়ের সুযোগও দেওয়া হত না। দিল্লিতে শ্যুটিং হলে স্পট বয়ের কাজ করতাম। সেটে অভিনেতাদের দেখেই শেখার চেষ্টা করতাম। বাড়িতে গিয়ে ডায়ালগ বলে অভ্যাস করতাম। এই করতে করতেই এখন আমি এখন ছোটখাটো চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি। তবে এক্ষেত্রে তো বেশি টাকা পাই না। তাই পেট চালাতে ডেলিভারি বয়ের কাজ করি। তবে এখন ডেলিভারি দিতে গেলে অনেকে বলেন, আপনাকে কোথায় যেন দেখেছি! তখন খুব ভালো লাগে। হতে পারে আমি আজ ডেলিভারি বয়ের কাজ করছি, তবে একদিন আমি সুপারস্টার হব, এটাই আমার বিশ্বাস।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2019 8:05 PM IST