টাইগার শ্রফের ব্যবহারে কেঁদে ফেললেন নায়িকা, দেখে নিন কী হল শ্যুটিং ফ্লোরে...
Last Updated:
#মুম্বই: টাইগার শ্রফের প্রেমে এখন সব মেয়েরাই পাগল। টাইগার ধীরে ধীরে নিজের ইমেজটাকে পুরো পাল্টে নিয়েছেন। টাইগারের নাচ দেখলে পাগল হয়ে যেতে হয়। তাঁর বডি দেখলেও বলতে ইচ্ছে করে , তেরি দিবানি। কিন্তু তা তো আর সম্ভব না।
সম্প্রতি অন্যনা পান্ডের সঙ্গে তাঁকে নানা জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে। তারা এক সঙ্গে করছেন ছবিও। সেই ছবির জন্যই তাঁরা এক সঙ্গে ঘোরা ফেরা করছেন। ডেটেও গিয়েছেন তাঁরা। একটি শোতে এসে টাইগার বলেছেন, অন্যনাকে তাঁর ভাল লাগে। তবে এর বেশি কিছু বলেননি। কিন্তু তাঁদের নতুন ছবির সেটে ঘটে গেল অঘটন। টাইগারের কথায় কেঁদে ফেললেন অনন্যা। অনেক চেষ্টা করেও অন্যনার কান্না থামাতে পারলেন টাইগার। এদিকে সেট রেডি। অনেক ডাকাডাকি সত্ত্বেও থামাল গেল না অনন্যাকে। কী এমন হল! তবে এর পরি অনন্যা এই ভিডিও শেয়ার করে লেখেন সবটাই নাকি এপ্রিল ফুল করা হয়েছে। টাইগারকে বোকা বানাতেই এত কাণ্ড করলেন নায়িকা।---
advertisement
advertisement
advertisement
View this post on Instagram
Location :
First Published :
April 03, 2019 2:06 PM IST