#মুম্বই: নিজের সঙ্গে অ্যাঞ্জোলিনা জোলির মিল পেলেন বলি-অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেকে ‘হাফ ইন্ডিয়ান ভার্সন অব অ্যাঞ্জোলিনা জোলি’ বলে সম্বোধন করেছেন তাহিরা ৷
সদ্যই DCIS (ductal carcinoma in situ)-এ আক্রান্ত হয়েছেন তাহিরা ৷ ডাক্তারি পরীক্ষায় দেখা গিয়েছে তাহিরার ডান দিকের স্তনে একাধিক ম্যালিগন্যান্ট কোষ রয়েছে ৷ যা দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ বছর কয়েক আগে স্তন ক্যান্সার প্রতিহত করতে ম্যাসাকটমি করিয়েছিলেন অ্যাঞ্জোলিনা জোলি ৷ আর সেই কারণেই মজা করে নিজেকে এবার জোলির সঙ্গে তুলনা করলেন তাহিরা ৷ একটি ইনস্টাগ্রাম পোস্টে তাহিরা লেখেন, তাঁর পিঠের মাংস কেটে স্তনে অস্ত্রোপচার করা হয়েছে ৷ পাশাপাশি তাহিরা লেখেন, ‘‘এই বাধা আমাকে জীবনের নতুন মানে শিখিয়েছে ৷ এই অনিশ্চয়তাকে শ্রদ্ধা করতে শিখিয়েছে আর সাহস ও বিশ্বাস রেখে নিজের জীবনে হিরো হতে শিখিয়েছে৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷