#মুম্বই: ফের শোকস্তব্ধ বলিউড। বলিউডের দুঃসময় যেন কাটতেই চাইছে না৷ সাম্প্রতিক সময়ে ইরফান খান, ঋষি কাপূরের পর এবার আরও এক নক্ষত্রপতন৷ মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান৷ দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি৷ ভেঙে গেল বিখ্যাত সাজিদ-ওয়াজিদ জুটি। করোনার জন্য এখনও মানুষ গৃহবন্দি। কিন্তু বলিউডের এই নক্ষত্রকে শেষ শ্রদ্ধা জানাতে ভুললেন না কেউই। ওয়াজিদকে শ্রদ্ধা জানালেন অর্জুন রামপাল।
অজঘুন তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। 'ড্যাডি' ছবির গান ইদ মুবারাক'-গানের রেকডিংয়ে খোস মেজাজে রয়েছেন ওয়াজিদ। এই ভিডিও শেয়ার করে রামপাল লিখলেন, " আমি এখনও বিশ্বাস করতে পারছি না ওয়াজিদ আমাদের মধ্যে আর নেই। তাঁর ট্যালেন্ট, সংক্রমিত হাসি ভোলার নয়। খুব তাড়াতাড়ি চলে গেলে ওয়াজিদ। আমার ভালবাসা ও শ্রদ্ধা সব সময় তোমার সঙ্গে থাকবে।"