সুশান্তের আকস্মিক মৃত্যু... কেমন আছেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা ? জানালেন দু'জনের কাছের বন্ধু

Last Updated:

এখনও পর্যন্ত তার প্রাক্তন অঙ্কিতা লোখান্ডে যার সঙ্গে সুশান্তের দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি ৷

#মু্ম্বই: সুশান্তের আত্মহত্যার ঘটনায় শোকস্তব্ধ টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রি ৷ একাধিক প্রশ্ন রেখে চলে গেলেন তিনি ৷ সুশান্তের মৃত্যু পর সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্টে ছেয়ে গিয়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত তাঁর প্রাক্তন, অঙ্কিতা লোখান্ডে, যাঁর সঙ্গে সুশান্তের দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল, তিনি কোনও মন্তব্য করেননি ৷ এমনকী সুশান্তের শেষ যাত্রায়ও উপস্থিত ছিলেন না অঙ্কিতা ৷
'পবিত্র রিস্তা' ধারাবাহিকে সুশান্ত-অঙ্কিতার সহ-অভিনেত্রী প্রার্থনা বেহেরে জানান, সুশান্তের মৃত্যুর খবর জানার পর থেকেই ভেঙে পড়েছেন অঙ্কিতা ৷ দু’জনের মধ্যে সম্পর্ক অনেকদিন আগেই ভেঙে গিয়েছিল কিন্তু সুশান্ত তার জীবন নিয়ে এতটা অখুশি ছিলেন জানতে পেরে ভেঙে পড়েছেন অঙ্কিতা ৷ 'পবিত্র রিস্তা'-র শুটিং চলাকালীনই পরিচয় হয় অঙ্কিতা ও সুশান্তের। এই সিরিয়ালে অঙ্কিতার বোনের চরিত্রে অভিনয় করতেন প্রার্থনা ৷ তিনিও সুশান্তের মৃত্যুর ঘটনায় শোকাহত ৷ প্রার্থনা আরও জানান, এই খবর পাওয়ার পর থেকেই অঙ্কিতা নিজেকে ধরে রাখতে পারছেন না, সারাক্ষণ কেঁদেই চলেছেন। একরকম ট্রমায় চলে গিয়েছেন ৷
advertisement
প্রার্থনা জানিয়েছেন সুশান্ত ও অঙ্কিতার প্রেম তিনি খুব কাছ থেকে দেখেছিলেন ৷ তাই তিনি বুঝতে পারছেন অঙ্কিতার মধ্যে এখন কী চলছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্তের আকস্মিক মৃত্যু... কেমন আছেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা ? জানালেন দু'জনের কাছের বন্ধু
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement