#মুম্বই: বলিউডে এখন শোকের ছায়া। সদ্যই প্রয়াত হয়েছেন ইরফান খান ও ঋষি কাপুর। এই দুই অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। বলি সেলেবরা সোশ্যাল মিডিয়া জুড়ে এই দুই প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন। নিজের সঙ্গে তাঁদের যে স্মৃতি রয়েছে তা শেয়ার করছেন।
দীপিকা পাড়ুকোন আজ 'পিকু' ছবির সময় শ্যুটিংয়ের একটি ভিডিও শেয়ার করেছেন ইরফান খানের সঙ্গে। ৮মে পাঁচ বছর হল 'পিকু' ছবিটির। এই ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও ইরফান খান অভিনয় করেছিলেন। তাঁদের অভিনয়ে মুগ্ধ হয়েছিল গোটা বলিউড। আজ ইরাফানের চলে যাওয়ায় বার বার করে পিকুর শ্যুটিংয়ের দিন গুলো মনে পড়ছে দীপিকার।
ঠিক একই রকম ভাবে ইরফানের কথা মনে করলেন অমিতাভ বচ্চনও তিনিও পিকুর একটি ছবি শেয়ার করলেন। শুধু 'পিকু' না ! 'খুদা গাওয়া' ছবিরও একটি দৃশ্য শেয়ার করেন। শ্রীদেবীর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন বিগবি। অমিতাভ-শ্রীদেবী অভিনীত জনপ্রিয় ছবি এটি। শ্রীদেবীও প্রয়াত হয়েছেন কয়েক বছর আগেই। সেই ক্ষতও কিন্তু এখনও সেরে ওঠেনি। আর ৮ মে 'খুদা গাওয়া' ছবির ২৮ বছর হল। অমিতাভ তাঁর ইনস্টা প্রোফাইলে শ্রী ও ইরফানকে মনে করে লেখেন, "'খুদা গাওয়া'র ২৮ বছর আর পাঁচ বছর হল 'পিকু'র। আজ এই দিনে আমি সেই দু'জনকেই মনে করবো যারা আর আমাদের মধ্যে নেই।"
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Irfan Khan, Sridevi