'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিংয়ের দৃশ্য শেয়ার করে রনবীরকে সেরা অভিনেতা বললেন বিগ-বি

Last Updated:

আজ অমিতাভ নিজের ট্যুইটার হ্যান্ডেলে 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিং স্টিল পোস্ট করেছেন।

#মুম্বই: রনবীর কাপুর আর বিগ-বি আমিতাভ বচ্চন এক সঙ্গে অভিনয় করছেন অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে। এই ছবির শ্যুটিংয়ে একটু দেরি হওয়ায় ছবির মুক্তির দিনও পিছোচ্ছে। কিন্তু তাতে কি এই ছবিতে দেখা যাবে অমিতাভ ও রণবীরকে একসঙ্গে। তার সঙ্গে রয়েছেন আলিয়া ভাট। আলিয়া আর রণবীরকে এক সঙ্গে দেখার জন্য সকলে অপেক্ষায় তো ছিলই তার ওপর উপরি পাওনা অমিতাভ বচ্চন।
আজ অমিতাভ নিজের ট্যুইটার হ্যান্ডেলে 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিং স্টিল পোস্ট করেছেন। ছবি পোস্ট করে অমিতাভ প্রশংসা করেছেন রণবীর। শুধু প্রশংসা করেননি, বলেছেন আমার প্রিয় অভিনেতাদের মধ্যে রণবীর একজন। সকাল ৬টায় শ্যুটিং শুরু করেছেন তাঁরা। কিন্তু সকলের এনার্জি দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন। এই প্রথমবার রণবীর, অমিতাভ ও আলিয়াকে একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে। ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা এই ছবির।
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিংয়ের দৃশ্য শেয়ার করে রনবীরকে সেরা অভিনেতা বললেন বিগ-বি
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement