হোম /খবর /বিনোদন /
'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিংয়ের দৃশ্য শেয়ার করে রনবীরকে সেরা অভিনেতা বললেন বিগ-বি

'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিংয়ের দৃশ্য শেয়ার করে রনবীরকে সেরা অভিনেতা বললেন বিগ-বি

photo source twitter

photo source twitter

আজ অমিতাভ নিজের ট্যুইটার হ্যান্ডেলে 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিং স্টিল পোস্ট করেছেন।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: রনবীর কাপুর আর বিগ-বি আমিতাভ বচ্চন এক সঙ্গে অভিনয় করছেন অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে। এই ছবির শ্যুটিংয়ে একটু দেরি হওয়ায় ছবির মুক্তির দিনও পিছোচ্ছে। কিন্তু তাতে কি এই ছবিতে দেখা যাবে অমিতাভ ও রণবীরকে একসঙ্গে। তার সঙ্গে রয়েছেন আলিয়া ভাট। আলিয়া আর রণবীরকে এক সঙ্গে দেখার জন্য সকলে অপেক্ষায় তো ছিলই তার ওপর উপরি পাওনা অমিতাভ বচ্চন।আজ অমিতাভ নিজের ট্যুইটার হ্যান্ডেলে 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিং স্টিল পোস্ট করেছেন। ছবি পোস্ট করে অমিতাভ প্রশংসা করেছেন রণবীর। শুধু প্রশংসা করেননি, বলেছেন আমার প্রিয় অভিনেতাদের মধ্যে রণবীর একজন। সকাল ৬টায় শ্যুটিং শুরু করেছেন তাঁরা। কিন্তু সকলের এনার্জি দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন। এই প্রথমবার রণবীর, অমিতাভ ও আলিয়াকে একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে। ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা এই ছবির।

Published by:Piya Banerjee
First published:

Tags: Amitabh Bachchan, Brahmastra, Ranbir Kapoor