লতা ও আশার ছোটবেলার ছবি পোস্ট করে আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
একেই বলে টেলিপ্যাথি।
#মুম্বই: লতা মঙ্গেশকর ও আশা ভোসলে। দুই বোন। ছোট থেকেই আশা ও লতার গলায় স্বয়ং সরস্বতীর বাস। বলিউডের গানের রানি এই দুই বোন। তবে শুধু বলিউডে বললে ভুল হবে সব ভাষাতেই সর্বকালের সেরা গানগুলি রয়েছে এই দুই বোনের গলায়। বাংলা ছবি হোক বা হিন্দি লতাজি বা আশাকে ছাড়া গানটাকে জাস্ট ভাবা যেত না। এখনও তাই। বয়স হয়েছে এই দুই গায়িকারই। কিন্তু তাতে কি ! গলার যাদু কমেনি একটুও। তবে লতা মঙ্গেশকরের যত বয়স বাড়ছে গলার যাদু তত বেড়ে চলেছে। যা সত্যিই অবাক করার মতো বিষয়।
আজ থেকে ২০ বছর আগে যেমন গলা ছিল লতার, আজও সেই গলার যাদু সুর কিছুই কমেনি। বরং বেড়েছে। বয়স ছুঁতে পারেনি তাঁর গলা। লতা এবং শ্রোতারা সব সময় কিন্তু এক নয়। শ্রোতারা দুই দলে বিভক্ত। লতা বা আশার সম্পর্ক নিজেদের মধ্যে যে খুব ভাল তা কিন্তু নয়। তবে কেউ কারও মুখ দেখেন না ! এমনটাও নয়।
advertisement
তবে এই দুই গায়িকার কথা হটাৎ করে হচ্ছে এমন নয়। অমিতাভ বচ্চন তাঁর ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। লতা জি ও আশা জির ছোট বেলার ছবি পোস্ট করেন। ছবিটি পোস্ট করে অমিতাভ লেখেন, " লতা জি ও আশা জির ছোটবেলার ছবি। আজ লতা জি তাঁর গুরুকে মনে করে ট্যুইট করেন। আর আজই আমি এই ছবিটা পেলাম। একেই বলে টেলিপ্যাথি।" বিগবি পোস্ট করার পর থেকে ভাইরাল হয়ে পড়ে এই ছবি।
advertisement
advertisement
T 3438 - लता जी , और आशा जी के बचपन का चित्र !
आज लता जी के Tweet में पढ़ा कैसे उन्होंने अपने गरुओं को याद किया , और अचानक ये चित्र मुझे मिल गया ! telepathy !! pic.twitter.com/8YLcIPjHRR — Amitabh Bachchan (@SrBachchan) February 11, 2020
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2020 6:42 PM IST