নির্মাতাদের ছবি মুক্তির অনুরোধ জানিয়ে ট্যুইট অমিতাভের
Last Updated:
#মুম্বই: অনেক খেটে বানানো হয়েছে ছবি ৷ তবে ছবি নির্মাতা সংস্থাদের মধ্যে চলছে আইনি চাপানউতোর ৷ তাই আটকে অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘শ্যুবাইট’ ৷ এই নিয়ে এ বার ট্যুইটারে মুখ খুললেন খোদ বিগ বি ৷ এই ছবিটি যাতে মুক্তি পায়, সে জন্য নির্মাতাদের অনুরোধ জানালেন অমিতাভ ৷ আজ রবিবার ‘শ্যুবাইট’ ছবির দুটি পোস্টার ট্যুইটারে পোস্ট করেছেন তিনি ৷ সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘ছবিটি আর আটকে না রেখে মুক্তি দিতে, তার পিছনে বহু মানুষের বহু পরিশ্রম রয়েছে। সৃজনশীলতাকে হত্যা করবেন না।’’
advertisement
বিগ বি’র এই পোস্টের ঘণ্টাখানেক বাদে এক সাক্ষাৎকারে ছবির পরিচালক সুজিত সরকার জানিয়েছেন, তিনি যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন যাতে ছবিটি মুক্তি পায় ৷ তবে প্রযোজক সংস্থার তরফে কোনওকরম সাড়াশব্দ দেওয়া হচ্ছে না ৷ যে কোনও ভাবে ছবিটি থিয়েটারে মুক্তি পাক চাইছেন পরিচালক ৷ তার জন্য তিনি নিজের বাড়িও বিক্রি করে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন এই বাঙালি পরিচালক ৷
advertisement
শ্যুবাইটে অমিতাভ রয়েছেন এক বৃদ্ধের ভূমিকায় ৷ যিনি আত্মসন্ধানে যাত্রা শুরু করেন। অমিতাভ ছাড়াও ছবিটিতে রয়েছেন সারিকা, নওয়াজউদ্দিন সিদ্দিকি, জিমি শেরগিল ও দিয়া মির্জা। গানের কথা লিখেছেন গুলজার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2018 9:03 PM IST