শ্যুটিংয়ের সময় সেটে জলও খান না অমিতাভ বচ্চন, নিজেই জানালেন বিগ বি
Last Updated:
এবারের মরশুম অগাস্ট মাসে শুরু হয়েছে ৷ জ্যাকপট পুরস্কার মূল্য ৭ কোটি টাকা রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ তা জিততে পারেননি ৷
#মুম্বই: জনপ্রিয় টিভি শো কৌন বনেগা ক্রোড়পতি ১১-র ফিনাল উইক শুরু হয়ে গিয়েছে ৷ ‘কেবিসি'-র একাদশ মরশুম (Kaun Banega Crorepati 11) ২৯ নভেম্বর অফ এয়ার হয়ে যেতে চলেছে ৷ সম্প্রতি চ্যানেলের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে ৷ এই ভিডিও-তে অমিতাভ বচ্চনকে সেটে উপস্থিত দর্শকদের ও প্রতিযোগীদের সঙ্গে হাসি মজা করতে দেখা গিয়েছে ৷
শো চলাকালীন প্রতিযোগীর সঙ্গে অনেক ধরনের কথা বর্তা বলে থাকেন বিগ বি ৷ কিন্তু শ্যুটিং ফ্লোরে উপস্থিত দর্শকদের সঙ্গেও বেশ হাসি মজা করে থাকেন তিনি ৷ ভিডিওতে দেখা গিয়েছে, একজন প্রতিযোগীকে জল খেতে বলছেন বলিউডের শাহেনশা ৷ এরপর দর্শকদের উদ্দেশ্যে বললেন, তিনি তাদের জল খাওয়ার কথা জিজ্ঞাসা করতে পারছেন না কারণ তাহলে সবার জন্য জল আনতে হবে ৷ সেই সময়ে বিগ বি আরও বলেন যে তিনি নিজেও জল খান না শ্যুটিংয়ের সময় ৷ তাই দর্শক ও তিনি একই স্থানে রয়েছেন ৷
advertisement
ব্রিটিশ কুইজ শো ‘হু ওয়ান্টস টু বি মিলিয়নেয়ার?'-এর অনুকরণে তৈরি এই শো ভারতে চলা দীর্ঘতম কুইজ শো। ১৯ বছর আগে ২০০০ সালে এই কুইজ শোয়ের প্রথম পর্ব সম্প্রচারিত হয়। এরপর অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠে এই শো ৷ এবং এত বছর পরও শোয়ের জনপ্রিয়তা কমেনি এক চিলতেও ৷ এবারের মরশুম অগাস্ট মাসে শুরু হয়েছে ৷ জ্যাকপট পুরস্কার মূল্য ৭ কোটি টাকা রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ তা জিততে পারেননি ৷
advertisement
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2019 12:35 PM IST