শুধু আপনার সন্তানকেই নয়, অমিতাভ নাতনিকেও নিয়মিত করতে হচ্ছে অনলাইন ক্লাস, ভিডিও ভাইরাল!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই ভিডিওতে আরাধ্য্যা বচ্চনকে হিন্দি কবিতা পড়তে দেখা যাচ্ছে। কবিতাটি পড়ার পরে আরাধ্য্য তার শিক্ষিকাকে ধন্যবাদ জানিয়ে বলছে, 'ধন্যবাদ মিস'৷
#মুম্বই: অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা দিনভর ব্যস্ত থাকছে অনলাইন ক্লাস নিয়ে৷ ঠাকুরদার মতো সেও সব ভাষায় পারদর্শী হয়ে উঠছে৷ শুধুই ইংরেজি শিক্ষা নয়, হিন্দি ভাষাতেও নিজেকে সমান ভাবে তৈরি করছে সে৷ সম্প্রতি আরাধ্যার এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে অনলাইন ক্লাসে হিন্দি শিখতে ব্যস্ত আরাধ্যা৷ আনলক পর্বে এখনও দেশব্যাপী স্কুল খোলার অনুমতি মেলেনি৷ তাই অনলাইন ক্লাসেই ব্যস্ত থাকছেন পড়ুয়ারা৷ অন্য আর পাঁচটা বাচ্চার মতোই আরাধ্যাও করছে অনলাইন ক্লাস৷ তেমনই হিন্দি ক্লাসের ভিডিওটি খুব ভাইরাল হয়েছে৷ যা নিয়ে উঠে আসছে নানা প্রতিক্রিয়া৷
এই ভিডিওতে আরাধ্য্যা বচ্চনকে হিন্দি কবিতা পড়তে দেখা যাচ্ছে। কবিতাটি পড়ার পরে আরাধ্য্য তার শিক্ষিকাকে ধন্যবাদ জানিয়ে বলছে, 'ধন্যবাদ মিস'৷ আরাধ্যার এই ভিডিওটি অভিষেক এবং ঐশ্বর্য্য রাইয়ের ফ্যান ক্লাব তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। উল্লেখ্য আরাধ্যা নিজেও করোনা আক্রান্ত হয়েছিল৷ হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে৷ তবে এই অতিমারীকে পরাজিত করে মায়ের সঙ্গে নিজের বাড়িতে ফিরে এসেছে সে। অমিতাভ ও অভিষেকও করোনা মুক্ত হয়ে আপাতত বাড়িতেই রয়েছেন৷
advertisement
advertisement
advertisement
আরাধ্য্যা, ঐশ্বর্য, অভিষেক এবং অমিতাভ বচ্চন সকলেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। অমিতাভ বচ্চন বেশ কয়েক দিন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে থাকার পরে ২ অগাস্ট করোনা নেগেটিভ রিপোর্ট এলে তাঁকে ছাড়া হয়৷ অন্যদিকে অভিষেকও করোনাকে জয় করেছেন এবং শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2020 6:03 PM IST