শুধু আপনার সন্তানকেই নয়, অমিতাভ নাতনিকেও নিয়মিত করতে হচ্ছে অনলাইন ক্লাস, ভিডিও ভাইরাল!

Last Updated:

এই ভিডিওতে আরাধ্য্যা বচ্চনকে হিন্দি কবিতা পড়তে দেখা যাচ্ছে। কবিতাটি পড়ার পরে আরাধ্য্য তার শিক্ষিকাকে ধন্যবাদ জানিয়ে বলছে, 'ধন্যবাদ মিস'৷

#মুম্বই: অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা দিনভর ব্যস্ত থাকছে অনলাইন ক্লাস নিয়ে৷ ঠাকুরদার মতো সেও সব ভাষায় পারদর্শী হয়ে উঠছে৷ শুধুই ইংরেজি শিক্ষা নয়, হিন্দি ভাষাতেও নিজেকে সমান ভাবে তৈরি করছে সে৷ সম্প্রতি আরাধ্যার এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে অনলাইন ক্লাসে হিন্দি শিখতে ব্যস্ত আরাধ্যা৷ আনলক পর্বে এখনও দেশব্যাপী স্কুল খোলার অনুমতি মেলেনি৷ তাই অনলাইন ক্লাসেই ব্যস্ত থাকছেন পড়ুয়ারা৷ অন্য আর পাঁচটা বাচ্চার মতোই আরাধ্যাও করছে অনলাইন ক্লাস৷ তেমনই হিন্দি ক্লাসের ভিডিওটি খুব ভাইরাল হয়েছে৷ যা নিয়ে উঠে আসছে নানা প্রতিক্রিয়া৷
এই ভিডিওতে আরাধ্য্যা বচ্চনকে হিন্দি কবিতা পড়তে দেখা যাচ্ছে। কবিতাটি পড়ার পরে আরাধ্য্য তার শিক্ষিকাকে ধন্যবাদ জানিয়ে বলছে, 'ধন্যবাদ মিস'৷ আরাধ্যার এই ভিডিওটি অভিষেক এবং ঐশ্বর্য্য রাইয়ের ফ্যান ক্লাব তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। উল্লেখ্য আরাধ্যা নিজেও করোনা আক্রান্ত হয়েছিল৷ হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে৷ তবে এই অতিমারীকে পরাজিত করে মায়ের সঙ্গে নিজের বাড়িতে ফিরে এসেছে সে। অমিতাভ ও অভিষেকও করোনা মুক্ত হয়ে আপাতত বাড়িতেই রয়েছেন৷
advertisement
View this post on Instagram

Ma Baby Girl #AaradhyaBachchan Stay healthy... . . . . #aaradhyabachchan #aaru #aishwaryaraibachchan #abhishekbachchan

A post shared by AbhiAsh_IndoFc (@abhiash_indofc) on

advertisement
advertisement
আরাধ্য্যা, ঐশ্বর্য, অভিষেক এবং অমিতাভ বচ্চন সকলেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। অমিতাভ বচ্চন বেশ কয়েক দিন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে থাকার পরে ২ অগাস্ট করোনা নেগেটিভ রিপোর্ট এলে তাঁকে ছাড়া হয়৷ অন্যদিকে অভিষেকও করোনাকে জয় করেছেন এবং শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুধু আপনার সন্তানকেই নয়, অমিতাভ নাতনিকেও নিয়মিত করতে হচ্ছে অনলাইন ক্লাস, ভিডিও ভাইরাল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement