Amitabh Bachchan Birthday: অমিতাভ বচ্চনের জন্মদিনে 'শাহেনশা'-র গাওয়া এই ৭টি গান মনে আছে তো?

Last Updated:

এখনও দাপিয়ে অভিনয় করছেন, শারীরিক ভাবে অনেক ফিট, করোনাকে হারিয়ে ফিরেছেন কাজে (Amitabh Bachchan Birthday)।

অমিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চন।
#মুম্বই: সোমবার, ১১ অক্টোবর ২০২১, ৭৯ বছরে পা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan Birthday)। বলিউডের 'অ্যাংরি ইয়ং ম্যান' অতটা রাগিও নন, আর ইয়ংও নেই এখন। তবে মনের দিক থেকে এখনও ঠিক ততটাই যুবক অমিতাভ বচ্চন। এখনও দাপিয়ে অভিনয় করছেন, শারীরিক ভাবে অনেক ফিট, করোনাকে হারিয়ে ফিরেছেন কাজে  (Amitabh Bachchan Birthday)। এমনকী প্রতিদিন এই মুহূর্তে টেলিভিশনের জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনা করছেন। ১৯৪২ সালে জন্ম অমিতাভের। প্রায় পাঁচ দশক ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসংখ্য হিট ছবি দিয়েছেন অমিতাভ। তাঁকে মহানায়ক বলা হয় বলিউডের  (Amitabh Bachchan Birthday)।
ভারত সরকারের তরফে ১৯৮৪ সালে পদ্মশ্রী, ২০০১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে অমিতাভ বচ্চনকে। দাদাসাহেব ফালকে থেকে চারবার জাতীয় পুরস্কারে বিজয়ী অমিতাভ। তাঁর ব্যারিটোন আওয়াজে শুধু বিখ্যাত ডায়ালগই নয়, অমিতাভের গাওয়া বেশ কয়েকটি জনপ্রিয় গানও রয়েছে।
রং বরসে ভিগে চুনারওয়ালি (১৯৮১)
advertisement
সিলসিলা ছবির এই বিখ্যাত গান নিজেই গেয়েছিলেন অমিতাভ বচ্চন। বলিউডের বিখ্যাত দোলের গান হিসেবে আজও সমান জনপ্রিয় এটি। এই গানের লেখক অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চন। একটি ভজন থেকে অনুপ্রাণিত।
advertisement
নীলা আসমান সো গয়া (১৯৮১)
সিলসিলা ছবিতেই নীলা আসমান সো গয়া গেয়েছিলেন অমিতাভ। এই গানের টিউন তৈরি করেছিলেন শাম্মি কাপুর। জমির ছবির সেটে অমিতাভকে এই গান শুনিয়েছিলেন শাম্মি কাপুর। এর পর যশ চোপড়াকে এই গানের কথা বলেন অমিতাভ খোদ। তার পর নিজেই গেয়েছিলেন সেই গান।
advertisement
মেরে আঙ্গনে মে (১৯৮১)
লাওয়ারিস ছবিতেও অমিতাভের কণ্ঠে শোনা গিয়েছিল মেরে আঙ্গনে মে গানটি। দারুণ মজার ও নাচের গান হিসেবে আজও সমান জনপ্রিয় এই গান।
advertisement
হোরি খেলে রঘুবীরা (২০০৩)
বাঘবান ছবিতে অমিতাভের গলায় ফের শোনা গেল রং-এর উৎসবের বিশেষ একটি গান। প্রায় ২০ বছর পর হেমা মালিনীর সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছিল অমিতাভকে। গানটির লেখক সমীর।
advertisement
রোজানা জিয়ে (২০০৭)
নিশব্দ ছবিতে অমিতাভের গলায় রোজানা জিয়ে গানটি অসম্ভব জনপ্রিয়। মেয়ের বান্ধবীর সঙ্গে প্রেমে পড়ার গল্প ছিল এই ছবিতে। গানটির কম্পোজ করেছিলেন অমর মোহিলা ও লেখা ফারহাদ ওয়াদিয়া এবং সাজিদ খানের।
advertisement
একলা চলো রে (২০১২)
বিদ্যা বালানের বিখ্যাত ছবি কাহানি-তে এই রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন অমিতাভ বচ্চন। বিশাল-শেখর এই গানটি ছবিতে পুনর্নিমাণ করেছিলেন।
পিডলি সি বাতে (২০১৫)
শামিতাভ ছবিতে ইলিয়ারাজা ও স্বানন্দ কিরকিরের লেখা পিডলি সি বাতে গেয়েছিলেন অমিতাভ বচ্চন।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan Birthday: অমিতাভ বচ্চনের জন্মদিনে 'শাহেনশা'-র গাওয়া এই ৭টি গান মনে আছে তো?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement