• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সব ছেড়ে মুম্বইয়ের লোকাল ট্রেনে করে কোথায় চললেন আলিয়া ভাটের মা!

সব ছেড়ে মুম্বইয়ের লোকাল ট্রেনে করে কোথায় চললেন আলিয়া ভাটের মা!

photo source collected

photo source collected

 • Share this:

  #মুম্বই: আলিয়া ভাটের মা, মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদান। তিনি বলিউডের বিখ্যাত পরিবারের সদস্য। অভাব অনটন কি হয় তা তাঁরা জানেন না। গাড়ি ছাড়া তাঁরা বাড়ির বাইরে কখনও বেড়োন না। সেই সোনি রাজদানকেই দেখা গেল লোকালট্রেনে চেপে ঘুরে বেড়াতে। একেবারে সাদা মাটা পোশাকে মুম্বইয়ের লোকাল ট্রেনে চেপে কোথায় চললেন তিনি!

  আসলে এটি তাঁর নতুন ছবির শ্যুটিং। চলচ্চিত্র জগতের খবর রাখা অনেকেই জানেন, আলিয়া ভাটের মা ও মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদান নিজেও একজন অভিনেত্রী। নিজের অভিনয় জীবনের আগামী সিনেমার শ্যুটিং শেষ করেছেন তিনি। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদানের পরবর্তী সিনেমা 'ইওরস ট্রুলি'। এই ছবির নতুন গান ‘তনহা তনহা জিন্দগি' গানটি মুক্তি পেয়েছে। এই গানটির ভিডিওতে দেখা যাচ্ছে সোনি রাজদান লোকাল ট্রেনের সওয়ারি। সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে এই গানটি। ‘ইওরস ট্রুলি” সিনেমাটি সঞ্জয় নাগ পরিচালিত। এই চলচ্চিত্রটি ২৩ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। চলচ্চিত্রের গল্পটি মূলত ৫৭ বছর বয়সী সরকারি কর্মচারী মিঠি কুমারের জীবন নিয়ে। খুব অন্য রকমের প্রেমের গল্প এটি। এতে পঙ্কজ ত্রিপাঠীকেও বেশ অন্যরকমের ভূমিকায় দেখ যাবে।---

  First published: