অক্ষয় কুমারের স্পার্ম এখন কিয়ারা আডবাণীর গর্ভে, শীঘ্রই মা হতে চলেছেন তিনি!

Last Updated:
#মুম্বই: ‘গুড নিউজ’ দিলেন কিয়ারা আডবাণী ৷ হঠাৎ হল কী নায়িকার ? মাত্র কয়েক বছর হল ইন্ড্রাস্ট্রিতে ৷ সবেই একটু জনপ্রিয় হতে শুরু করেছেন তিনি ৷ এখনই মা হতে চলেছেন কিয়ারা ? এখনও তো বিয়েও হয়নি নায়িকার ৷ এমনকি সে ভাবে কোনও সম্পর্কের কথাও শোনা যায় না তার সম্বন্ধে ৷
তা সত্ত্বেও সুসংবাদ দিতে চলেছেন তিনি ৷ তাও আবার অক্ষয় কুমারের স্পার্ম নিয়েই অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি ৷ উল্টোদিকে আবার একই সঙ্গে মা হচ্ছেন করিনা কাপুর খান ৷ তাঁর গর্ভে আবার দিলজিৎ দোসাঞ্জের সন্তান ৷ এটা অবশ্য রিয়েল লাইফের কথা নয় ৷ কথা হচ্ছে রিল লাইফ নিয়ে ৷
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘গুড নিউজ’ ৷ আজই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার ৷ আর তাতেই দেখা যাচ্ছে সন্তানসম্ভবা দুই নায়িকাকে ৷ আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির মাধ্যমেই বলিউডে পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন রাজ মেহেতা। ছবিটির সহ প্রযোজকের ভূমিকায় রয়েছেন করণ জোহর।
advertisement
advertisement
ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, ঠিক কী ঘটতে চলেছে এই ছবিতে ৷ অক্ষয় কুমারের এবং করিনা কাপুর দুজনে একসঙ্গে সিদ্ধান্ত নেন আইভিএফ পদ্ধতির মাধ্যমেই মা হবেন অক্ষয়ের স্ত্রী করিনা। অন্যদিকে দিলজিত দোসাঞ্জের স্ত্রী কিয়ারাও আইভিএফ পদ্ধতিতে মা হবেন । কিন্তু নাম বিভ্রাটের কারণে আইভিএফ ক্লিনিকে একের স্পার্ম অন্যের গর্ভে প্রবেশ করানো হয়। আর সেখানেই শুরু হয় গণ্ডগোল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
অক্ষয় কুমারের স্পার্ম এখন কিয়ারা আডবাণীর গর্ভে, শীঘ্রই মা হতে চলেছেন তিনি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement