#মুম্বই: ‘গুড নিউজ’ দিলেন কিয়ারা আডবাণী ৷ হঠাৎ হল কী নায়িকার ? মাত্র কয়েক বছর হল ইন্ড্রাস্ট্রিতে ৷ সবেই একটু জনপ্রিয় হতে শুরু করেছেন তিনি ৷ এখনই মা হতে চলেছেন কিয়ারা ? এখনও তো বিয়েও হয়নি নায়িকার ৷ এমনকি সে ভাবে কোনও সম্পর্কের কথাও শোনা যায় না তার সম্বন্ধে ৷তা সত্ত্বেও সুসংবাদ দিতে চলেছেন তিনি ৷ তাও আবার অক্ষয় কুমারের স্পার্ম নিয়েই অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি ৷ উল্টোদিকে আবার একই সঙ্গে মা হচ্ছেন করিনা কাপুর খান ৷ তাঁর গর্ভে আবার দিলজিৎ দোসাঞ্জের সন্তান ৷ এটা অবশ্য রিয়েল লাইফের কথা নয় ৷ কথা হচ্ছে রিল লাইফ নিয়ে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshay Kumar, Diljit Dosanjh, Good Newwz, Kareena Kapoor, Kiara Advani, Trailer