Home /News /entertainment /
থেকে গেল সুরমা ভোপালির স্মৃতি ! জগদীপের মৃত্যুতে শোকাহত অজয় দেবগন ! জানালেন শ্রদ্ধা !

থেকে গেল সুরমা ভোপালির স্মৃতি ! জগদীপের মৃত্যুতে শোকাহত অজয় দেবগন ! জানালেন শ্রদ্ধা !

photo source collected

photo source collected

বুধবার মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জগদীপ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ৮১ বছর বয়সে চলে গেলেন জগদীপ। বলিউডের প্রিয় কৌতুকাভিনেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বুধবার মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জগদীপ। তাঁর পুরো নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। জগদীপের দুই ছেলে জাভেদ ও নাভেদ জাফরি। তাঁরাও অভিনেতা এবং নৃত্যশিল্পী হিসেবে বলিউডে জনপ্রিয়। বুধবার রাত আটটা চল্লিশ মিনিটে প্রয়াত হন তিনি।

জগদীপের গলার আওয়াজটাই ছিল একেবারে অন্য রকম। তাঁর গলাতেই জ্যান্ত হয়ে উঠত চরিত্র। শোলে, পুরানা মন্দির-এর মতো একের পর এক ছবিতে অভিনয় করেছেন তিনি। শোলের সুরমা ভুপালিকে তো মানুষ কখনও ভুলতে পারবে না। জগদীপের মৃত্যুতে শোকাহত বলিউড। বলিউডে মৃত্যু যেন পিছুই ছাড়ছে না। একের পর এক তারা খসে পড়ছে। শোকাহত অজয় দেবগন পোস্ট করলেন তাঁর ট্যুইটারে, "জগদীপ সাবের চলে যাওয়ার খবর শুনলাম। স্ক্রিনে তাঁকে দেখতে দারুণ লাগত। দর্শকের মনে এত খুশি এনে দিতেন তিনি। জাভেদ-সহ গোটা পরিবারকে আমার সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।" শেষ শ্রদ্ধা জানালেন অজয়।

Published by:Piya Banerjee
First published:

Tags: Ajay Devgan, Bollywood, Death, Jagdeep