থেকে গেল সুরমা ভোপালির স্মৃতি ! জগদীপের মৃত্যুতে শোকাহত অজয় দেবগন ! জানালেন শ্রদ্ধা !

Last Updated:

বুধবার মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জগদীপ।

#মুম্বই: ৮১ বছর বয়সে চলে গেলেন জগদীপ। বলিউডের প্রিয় কৌতুকাভিনেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বুধবার মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জগদীপ। তাঁর পুরো নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। জগদীপের দুই ছেলে জাভেদ ও নাভেদ জাফরি। তাঁরাও অভিনেতা এবং নৃত্যশিল্পী হিসেবে বলিউডে জনপ্রিয়। বুধবার রাত আটটা চল্লিশ মিনিটে প্রয়াত হন তিনি।
advertisement
advertisement
জগদীপের গলার আওয়াজটাই ছিল একেবারে অন্য রকম। তাঁর গলাতেই জ্যান্ত হয়ে উঠত চরিত্র। শোলে, পুরানা মন্দির-এর মতো একের পর এক ছবিতে অভিনয় করেছেন তিনি। শোলের সুরমা ভুপালিকে তো মানুষ কখনও ভুলতে পারবে না। জগদীপের মৃত্যুতে শোকাহত বলিউড। বলিউডে মৃত্যু যেন পিছুই ছাড়ছে না। একের পর এক তারা খসে পড়ছে। শোকাহত অজয় দেবগন পোস্ট করলেন তাঁর ট্যুইটারে, "জগদীপ সাবের চলে যাওয়ার খবর শুনলাম। স্ক্রিনে তাঁকে দেখতে দারুণ লাগত। দর্শকের মনে এত খুশি এনে দিতেন তিনি। জাভেদ-সহ গোটা পরিবারকে আমার সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।" শেষ শ্রদ্ধা জানালেন অজয়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
থেকে গেল সুরমা ভোপালির স্মৃতি ! জগদীপের মৃত্যুতে শোকাহত অজয় দেবগন ! জানালেন শ্রদ্ধা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement