থেকে গেল সুরমা ভোপালির স্মৃতি ! জগদীপের মৃত্যুতে শোকাহত অজয় দেবগন ! জানালেন শ্রদ্ধা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বুধবার মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জগদীপ।
#মুম্বই: ৮১ বছর বয়সে চলে গেলেন জগদীপ। বলিউডের প্রিয় কৌতুকাভিনেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বুধবার মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জগদীপ। তাঁর পুরো নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। জগদীপের দুই ছেলে জাভেদ ও নাভেদ জাফরি। তাঁরাও অভিনেতা এবং নৃত্যশিল্পী হিসেবে বলিউডে জনপ্রিয়। বুধবার রাত আটটা চল্লিশ মিনিটে প্রয়াত হন তিনি।
Heard the sad news of Jagdeep Saab’s demise. Always enjoyed watching him on screen. He brought so much joy to the audience. My deepest condolences to Jaaved and all members of the family. Prayers for Jagdeep Saab’s soul
— Ajay Devgn (@ajaydevgn) July 8, 2020
advertisement
advertisement
জগদীপের গলার আওয়াজটাই ছিল একেবারে অন্য রকম। তাঁর গলাতেই জ্যান্ত হয়ে উঠত চরিত্র। শোলে, পুরানা মন্দির-এর মতো একের পর এক ছবিতে অভিনয় করেছেন তিনি। শোলের সুরমা ভুপালিকে তো মানুষ কখনও ভুলতে পারবে না। জগদীপের মৃত্যুতে শোকাহত বলিউড। বলিউডে মৃত্যু যেন পিছুই ছাড়ছে না। একের পর এক তারা খসে পড়ছে। শোকাহত অজয় দেবগন পোস্ট করলেন তাঁর ট্যুইটারে, "জগদীপ সাবের চলে যাওয়ার খবর শুনলাম। স্ক্রিনে তাঁকে দেখতে দারুণ লাগত। দর্শকের মনে এত খুশি এনে দিতেন তিনি। জাভেদ-সহ গোটা পরিবারকে আমার সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।" শেষ শ্রদ্ধা জানালেন অজয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2020 12:09 AM IST