তৃতীয় সন্তানের জন্ম দেবেন শীঘ্রই, বেবি বাম্প নিয়ে তুমুল নাচলেন বলি-নায়িকা!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
তাঁর আগের দুই সন্তানের একজনের বয়স ৩ অন্যজনের বয়স ১ বছর ৷ এরই মধ্যে ফের মা হতে চলেছেন নায়িকা ৷
#মুম্বই: তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলি নায়িকা লিজা হেডেন ৷ একটি ইনস্টাগ্রাম ভিডিওতে সেই গুড নিউজ দিয়েছিলেন তিনি ৷ ৩৪ বছরের লিজা, ফেব্রুয়ারির শুরুর দিকেই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন । সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, এ বার ৪ থেকে ৫ জন হতে চলেছে তাঁর পরিবারের সদস্য সংখ্যা ৷ সেখানে দেখা যায় যে ছেলে জ্যাক বলছে, যে বোনের জন্য অপেক্ষা করছে সে!
লিজা ও ডিনোর দুই পুত্র সন্তান রয়েছে৷ নাম জ্যাক ও লিও৷ একজনের বয়স ৩ অন্যজনের বয়স ১ বছর ৷ এরই মধ্যে ফের মা হতে চলেছেন নায়িকা ৷ কিন্তু তাঁকে দেখে বোঝা যাবে না তিনি দুই সন্তানের মা এবং বর্তমানে গর্ভবতী । নিজেকে এতটাই ছিপছিপে করে রেখেছেন মডেল-অভিনেত্রী লিজা । তাই লিজার ফিটনেস নিয়ে সন্দেহের কোনও অবকাশই নেই ।
advertisement
আর সেটা আরও একবার প্রমাণিত হল বেবি বাম্প নিয়ে তাঁর তুমুল নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর । সম্প্রতি এক বান্ধবীর বেবি শাওয়ারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিজা । সেখানে মোট তিনজন গর্ভবতী মহিলা ছিলেন । মজার ছলে সকলে একসঙ্গে নাচেন তাঁরা । প্রত্যেকেই গর্ভাবস্থাতেও দারুণ ফিট । সেই নাচই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
advertisement
advertisement
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল লিজাকে ৷ এছাড়াও ‘ক্যুইন’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি ৷ ‘শৌকিন’ ছবিতে ছিলেন মূল চরিত্রে ৷ ২০১৮-র এক মডেলিং রিয়্যালিটি শোয়ের বিচারক ছিলেন লিজা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2021 1:43 PM IST