তৃতীয় সন্তানের জন্ম দেবেন শীঘ্রই, বেবি বাম্প নিয়ে তুমুল নাচলেন বলি-নায়িকা!

Last Updated:

তাঁর আগের দুই সন্তানের একজনের বয়স ৩ অন্যজনের বয়স ১ বছর ৷ এরই মধ্যে ফের মা হতে চলেছেন নায়িকা ৷

#মুম্বই: তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলি নায়িকা লিজা হেডেন ৷ একটি ইনস্টাগ্রাম ভিডিওতে সেই গুড নিউজ দিয়েছিলেন তিনি ৷ ৩৪ বছরের লিজা, ফেব্রুয়ারির শুরুর দিকেই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন । সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, এ বার ৪ থেকে ৫ জন হতে চলেছে তাঁর পরিবারের সদস্য সংখ্যা ৷ সেখানে দেখা যায় যে ছেলে জ্যাক বলছে, যে বোনের জন্য অপেক্ষা করছে সে!
লিজা ও ডিনোর দুই পুত্র সন্তান রয়েছে৷ নাম জ্যাক ও লিও৷ একজনের বয়স ৩ অন্যজনের বয়স ১ বছর ৷ এরই মধ্যে ফের মা হতে চলেছেন নায়িকা ৷ কিন্তু তাঁকে দেখে বোঝা যাবে না তিনি দুই সন্তানের মা এবং বর্তমানে গর্ভবতী । নিজেকে এতটাই ছিপছিপে করে রেখেছেন মডেল-অভিনেত্রী লিজা । তাই লিজার ফিটনেস নিয়ে সন্দেহের কোনও অবকাশই নেই ।
advertisement
আর সেটা আরও একবার প্রমাণিত হল বেবি বাম্প নিয়ে তাঁর তুমুল নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর । সম্প্রতি এক বান্ধবীর বেবি শাওয়ারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিজা । সেখানে মোট তিনজন গর্ভবতী মহিলা ছিলেন । মজার ছলে সকলে একসঙ্গে নাচেন তাঁরা । প্রত্যেকেই গর্ভাবস্থাতেও দারুণ ফিট । সেই নাচই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Lisa Lalvani (@lisahaydon)

advertisement
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল লিজাকে ৷ এছাড়াও ‘ক্যুইন’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি ৷ ‘শৌকিন’ ছবিতে ছিলেন মূল চরিত্রে ৷ ২০১৮-র এক মডেলিং রিয়্যালিটি শোয়ের বিচারক ছিলেন লিজা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
তৃতীয় সন্তানের জন্ম দেবেন শীঘ্রই, বেবি বাম্প নিয়ে তুমুল নাচলেন বলি-নায়িকা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement