কঙ্গনার পর এ বার BMC নজরে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রর অফিস, ধরানো হল নোটিশ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনার অফিসের পাশেই মণীশ মালহোত্রার ফ্যাশন স্টুডিও । নার্গিস দত্ত রোডের ওই শোরুমটি ১৫ বছর ধরে ওখানে রয়েছে ।
#মুম্বই: কঙ্গনা রানাওয়াত-বিএমসি-শিবসেনা-করণি সেনা-সাধারণ মানুষ-সেলিব্রিটি.....সমীকরণ ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে । বেআইনি নির্মাণের অভিযোগে দু’দিন আগেই কঙ্গনা রানাওয়াতের অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) । আর এই ইস্যুতে এখন জল ঘোলা হচ্ছে গোটা দেশজুড়েই । ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে বিএমসি’কে । এমনকি বোম্বে হাইকোর্টের স্থগিতাদেশের পর শিবসেনা সরকারের যে যথেষ্ট মুখ পুড়েছে, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ।
এরইমধ্যে আবার বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার অফিসের দিকে নজর ঘোরাল বিএমসি । বেআইনি নির্মাণের অভিযোগে এ বার মণীশ’কে নোটিশ ধরালো বিএমসি । মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনার অফিসের পাশেই মণীশ মালহোত্রার ফ্যাশন স্টুডিও । নার্গিস দত্ত রোডের ওই শোরুমটি ১৫ বছর ধরে ওখানে রয়েছে ।
মণীশ মালহোত্রার অফিস সূত্রে জানানো হয়েছে এমন নোটিশ তাঁরা বিএমসি-র তরফে পেয়েছেন । এই শোরুম নির্মাণে যদি কোনও আপত্তি থাকে বিএমসি-র তাহলে তার জন্য কী কী নথি দেখাতে হবে তা জানাক বিএমসি । কর্পোরেশনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করা হবে বলেও জানান মণীশের ম্যানেজার ।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2020 11:00 AM IST