কঙ্গনার পর এ বার BMC নজরে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রর অফিস, ধরানো হল নোটিশ

Last Updated:

মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনার অফিসের পাশেই মণীশ মালহোত্রার ফ্যাশন স্টুডিও । নার্গিস দত্ত রোডের ওই শোরুমটি ১৫ বছর ধরে ওখানে রয়েছে ।

#মুম্বই: কঙ্গনা রানাওয়াত-বিএমসি-শিবসেনা-করণি সেনা-সাধারণ মানুষ-সেলিব্রিটি.....সমীকরণ ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে । বেআইনি নির্মাণের অভিযোগে দু’দিন আগেই কঙ্গনা রানাওয়াতের অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) । আর এই ইস্যুতে এখন জল ঘোলা হচ্ছে গোটা দেশজুড়েই । ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে বিএমসি’কে । এমনকি বোম্বে হাইকোর্টের স্থগিতাদেশের পর শিবসেনা সরকারের যে যথেষ্ট মুখ পুড়েছে, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ।
এরইমধ্যে আবার বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার অফিসের দিকে নজর ঘোরাল বিএমসি । বেআইনি নির্মাণের অভিযোগে এ বার মণীশ’কে নোটিশ ধরালো বিএমসি । মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনার অফিসের পাশেই মণীশ মালহোত্রার ফ্যাশন স্টুডিও । নার্গিস দত্ত রোডের ওই শোরুমটি ১৫ বছর ধরে ওখানে রয়েছে ।
মণীশ মালহোত্রার অফিস সূত্রে জানানো হয়েছে এমন নোটিশ তাঁরা বিএমসি-র তরফে পেয়েছেন । এই শোরুম নির্মাণে যদি কোনও আপত্তি থাকে বিএমসি-র তাহলে তার জন্য কী কী নথি দেখাতে হবে তা জানাক বিএমসি । কর্পোরেশনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করা হবে বলেও জানান মণীশের ম্যানেজার ।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
কঙ্গনার পর এ বার BMC নজরে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রর অফিস, ধরানো হল নোটিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement