বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইরফান

photo source: collected

photo source: collected

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই:গত একবছর চলছিল লড়াই। নিউরো এন্ডোক্রিন টিউমরে আক্রান্ত ইরফান খানের চিকিত্‍সা চলছিল বিদেশে। তবে শেষ পর্যন্ত লড়াই শেষে, জিতে গেলেন  'পান সিং তোমার'! ফিরলেন দেশে!

    বিস্বস্ত সূত্রের খবর, আপাতত সুস্থ রয়েছেন ইরফান। তবে এখনই অভিনয়ে ফিরছেন না। আগামী বেশ কিছুদিন রেস্ট-এ ধাকছেন। ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েলে দেখা যাবে খানকে। কিন্তু, কবে থেকে শুটিং শুরু হবে তা নির্ভর করছে অভিনেতার শারীরিক অবস্থার উপর।

    অসুস্থতার কথা নিজেই টুইট করেছিলেন ইরফান! লিখেছিলেন- ‘মাঝেমধ্যে জীবনে কিছু অপ্রত্যাশিত ধাক্কা যে-কাউকে সজাগ করে দেয়। গত ১৫ দিন আমি এক রহস্যের মধ্য দিয়ে যাচ্ছি। বিরল গল্পের খোঁজ করতে করতে আমি নিজেই বিরল রোগে আক্রান্ত হয়ে যাব, তা কখনো ভাবিনি। তবে আমি হাল ছাড়িনি। লড়াই করে যাব। আশা করছি, এ সময় পরিবার আর বন্ধুরা আমার পাশেই থাকবেন।’

    অন্য ভিডিও দেখুন-

    First published:

    Tags: Irfan Khan, Irfan khan battled cancer, Irfan khan returns to mumbai