উদিত নারায়ণের ছেলে আদিত্যর বিয়ে থেকে মধুচন্দ্রিমার পরিকল্পনা, ফাঁস করলেন অত্যন্ত গোপন তথ্যও

Last Updated:

আদিত্য নারায়ণ ঘোষণা করলেন সেই না জানা কথাও

#মুম্বই: ফের বলিউডে বিয়ের আসর বসতে চলেছে, বিয়ে করতে চলেছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ ৷ সদ্য বিয়ে করলেন হেনা কক্কর ও কাজল আগরওয়াল ৷ বান্ধবী শ্বেতা আগরওয়ালকে বিয়ে করতে চলেছেন আদিত্য ৷ সম্প্রতি রোকার ছবির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বিয়ে পর্যন্ত আদিত্য সোশ্যাল মিডিয়ায় সঙ্গে দূরত্ব বজায় রাখছেন ৷ এটাই মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
বিয়ে থেকে হানিমুনের প্ল্যান আগেই শেয়ার করেছেন আদিত্য ৷ বেশসকিছুটা সময় ধরেই আদিত্য ও শ্বেতা একে অপরকে ডেট করছেন ৷ একটি সাক্ষাৎকারে হবু বর অর্থাৎ আদিত্য জানিয়েছেন তাঁর বিয়েতে বাবার সুপারহিট গানে নাচবেন তিনি গানটি জো জিতা ওহি সিকান্দর ছবির পহেলা নশা ৷ গানে প্রথম দর্শনের প্রসঙ্গ আছে আদিত্যর জীবনের গল্পের সঙ্গে মেলে তাই তিনি এই গানটি বেছেছেন ৷ জানা গিয়েছে বিয়ের পরে আদিত্য নতুন আবাসনে গিয়ে থাকবেন ও নতুন করে জীবন শুরু করবেন ৷ আদিত্য জানিয়েছিলেন মলদ্বীপেই তিনি শ্বেতাকে বিয়ের প্রস্তাব দেবেন কিন্তু লকডাউনের কারণে এমনটা হয়নি ৷
advertisement
তারপরে লোনাভালায় বিয়ের প্রস্তাব শ্বেতাকে আদিত্য দিয়েছিলেন আর সেখানেই তাঁরা কাশ্মীরে গুলমার্গেই মধুচন্দ্রিমার প্ল্যান করে পলেন ৷ একমাত্র ছেলের বিয়ে ধুমধাম করেই দেওয়ার ইচ্ছা ছিল, করোনা সংক্রণের ফলে এখন তা সম্ভব নয় জানিয়েচেন আদিত্যর বাবা উদিত নারায়ণ তিনি জানিয়েচেন হাতেগোণা ঘনিষ্ঠ মানুষদের সাক্ষী রেখে মুম্বইয়ের এক মন্দিরে বিয়ের হবে আদিত্য-শ্বেতার ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
উদিত নারায়ণের ছেলে আদিত্যর বিয়ে থেকে মধুচন্দ্রিমার পরিকল্পনা, ফাঁস করলেন অত্যন্ত গোপন তথ্যও
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement