স্ত্রীর কাছে একাধিক বার প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিলেন আদিত্য নারায়ণ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
আদিত্য জানান প্রথম দিকে নাকি একাধিক বার প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তিনি। আর বার বার প্রত্যাখ্যান করেছিলেন শ্বেতা। আদিত্য প্রথম দেখাতেই শ্বেতার প্রেমে পড়েছিলেন।
#মুম্বই: কয়েক মাস আগেই বিয়ে করেছেন গায়ক আদিত্য নারায়ণ। বহু দিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সম্প্রতি স্ত্রী শ্বেতা, বাবা উদিত ও মা দীপা নারায়ণের সঙ্গে ইন্ডিয়ান আইডল এর ফ্যামিলি স্পেশাল এপিসোডে আসেন আদিত্য। এই শোতে এসেই শ্বেতার সঙ্গে প্রেম কাহিনি নিয়ে খোলামেলা কথা বলেন গায়ক।
আদিত্য জানান প্রথম দিকে নাকি একাধিক বার প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তিনি। আর বার বার প্রত্যাখ্যান করেছিলেন শ্বেতা। আদিত্য প্রথম দেখাতেই শ্বেতার প্রেমে পড়েছিলেন। তখনই ঠিক করেছিলেন, এই মেয়ের সঙ্গেই সম্পর্কে যাবেন।
advertisement
advertisement
আদিত্যর প্রেমে নাকি সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন তাঁর মা দীপা। গায়ক বলছেন, শুরুর দিকে, কখনও মিষ্টি করে, কখনও ঘুরিয়ে নানা ভাবে আমায় প্রত্যাখ্যান করেছিল শ্বেতা। আসলে আমার ধন্য়বাদ বলা উচিত মা-কে। মা বলেছিল, পরের বার শ্বেতার সঙ্গে দেখা হলে আমায় একবার বলিস।
এর পরে আদিত্যর মা-ই শ্বেতাকে রাজি করান ছেলের সঙ্গে একদিন ডেটে যাওয়ার জন্য। শ্বেতাও বলছেন, প্রথম দিকে আদিত্য অনেক চেষ্টা করত। এক বছর আমরা শুধুই বন্ধু ছিলাম।
advertisement
কিন্তু তারপরে একসঙ্গে বহুদিন সম্পর্কে ছিলেন শ্বেতা ও আদিত্য। ডিসেম্বরেই মুম্বইয়ের জুহুতে একটি ইস্কনের মন্দিরে বিয়ে করেন আদিত্য ও শ্বেতা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2021 11:43 PM IST