''জোর করে পোশাকের ভিতর হাত ঢুকিয়ে স্তনে ক্রিম মাখিয়ে দিয়েছিল''-- অভিযোগ অভিনেত্রীর
Last Updated:
#মুম্বই: গত একমাস ধরে #MeeToo বিতর্কে উত্তাল বলিউড। প্রতিদিনই প্রকাশ্যে মুখ খুলছেন কোনও না কোনও অভিনেত্রী! এবার সোচ্চার হলেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী সোনাল ভেঙ্গুরলেকর।
সোনাল জানান, তখন তাঁর বয়স ১৯। একটি অডিশনের জন্য কাস্টিং ডিরেক্টর রাজা বাজাজের সঙ্গে যোগাযোগ করেন। এটাই ছিল তাঁর কেরিয়ারের প্রথম অডিশন! স্বাভাবিকভাবেই ঠিকঠাকভাবে ডায়লগ বলতে পারছিলেন না। তখন ফোটোশ্যুটের জন্য তাঁকে কিছু পোশাক দেন রাজা বাজাজ আর সেগুলো দেখেই স্তম্ভিত হয়ে যান সোনাল।
সোনালের অভিযোগ, হঠাৎ ক্রিম নিয়ে এসে বক্ষে মাখতে বলেন রাজা। এই ক্রিম মাখলে স্তন আরও আকর্ষণীয় হবে বলে রাজা জানান সোনালকে। সোনাল রাজি না হলে, রাজা জোর করে তাঁর বুকের মধ্যে হাত ঢুকিয়ে ওই ক্রিম মাখিয়ে দেন! এর পরেই ভয়ে শ্যুটিং ফ্লোর থেকে পালিয়ে যান অভিনেত্রী।
advertisement
advertisement
এখানেই শেষ নেয়। সোনালের আরও অভিযোগ, তান্ত্রিক বিদ্যা শেখানোর নাম করে রাজা বাজাজ জোর করে তাঁর কাপড় খুলে দিয়েছিলেন।
এমন অভিযোগের পরে রাজা বাজাজের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজা বাজাজের পরিবারের তরফে বলা হয়েছে, সোনাল তাঁদের ব্ল্যাকমেল করে মোটা টাকা চাইছিলেন। তাতে রাজি না হওয়াতেই এমন অভিযোগ এনেছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2018 6:35 PM IST