Shruti Haasan: 'এই সময় মাস্ক না পরে মলদ্বীপে সেলেবদের ছুটির ছবির কোনও মানে হয় না', বিস্ফোরক শ্রুতি

Last Updated:

সেই সেলিব্রিটিদের মধ্যেই এক অভিনেত্রী এবার মুখ খুললেন এই বেড়াতে যাওয়ার বিরুদ্ধে। অভিনেত্রী শ্রুতি হাসানের (Shruti Haasan) বিস্ফোরক দাবি, 'আমার ব্যক্তিগত ভাবে মনে হয় না যে পুলে মাস্কহীন ভাবে মজা করার সময় এটা।'

শ্রুতি হাসান।
শ্রুতি হাসান।
#মুম্বই: গত বছরের শেষের দিক থেকে এখনও পর্যন্ত মলদ্বীপে বলিউডের কতজন সেলেব যে বেড়াতে গিয়েছেন, তা গুণে শেষ করা যাবে না। প্রতিদিনই প্রায় কোনও না কোনও অভিনেতা-অভিনেত্রীর সোশ্যাল দেওয়ালে মলদ্বীপের বিকিনি সাজ, সমুদ্রে স্নান, যোগা, খাওয়া-দাওয়া বা বেড়ানোর ছবি পোস্ট হয়। নেটিজেন তা দেখে খুশিও হয় এবং মুহূর্তে সেগুলি ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই সেলিব্রিটিদের মধ্যেই এক অভিনেত্রী এবার মুখ খুললেন এই বেড়াতে যাওয়ার বিরুদ্ধে। অভিনেত্রী শ্রুতি হাসানের বিস্ফোরক দাবি, 'আমার ব্যক্তিগত ভাবে মনে হয় না যে পুলে মাস্কহীন ভাবে মজা করার সময় এটা।'
দেশের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই মুহূর্তে করোনার সংক্রমণে শীর্ষে রয়েছে ভারত। এই পরিস্থিতিতে দিনকয়েক আগেই করোনাকে জয় করে মলদ্বীপে বেড়াতে গেলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিমানবন্দরে তাঁদের ক্যামেরাবন্দি করেছিলেন পাপারাৎজিরা। তার আগে অসংখ্য সেলিব্রিটিকে দেখা গিয়েছে মলদ্বীপে বেড়াতে যেতে। তালিকায় রয়েছেন, দিশা পাটানি, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিত, সারা আলি খান, জাহ্নবী কাপুর, পূজা বেদী, মন্দিরা বেদী আরও অনেকেই।
advertisement
শ্রুতি একটি সাক্ষাৎকারে বলেছেন, 'ভালো লাগছে যে তাঁরা দারুণ ছুটি উপভোগ করেছেন। তাঁরা সেটা পাওয়ার উপযুক্ত। তবে ব্যক্তিগত ভাবে মনে করি, মাস্কহীন ভাবে পুলে ডুব দেওয়ার সময় এটা নয়।...' শ্রুতির পাশাপাশি বলিউড পাবলিসিস্ট রোহিনি আইয়ার ও লেখিকা শোভা দে-ও এই ঘটনায় মুখ খুলেছেন। তাঁেদরও মত, দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী যখন অক্সিজেন ও প্লাজমার মতো প্রয়োজনীয় জিনিসে হাহাকার করছেন, তখন বলি সেলেবদের বেড়ানোর ছবি ঠিক নয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shruti Haasan: 'এই সময় মাস্ক না পরে মলদ্বীপে সেলেবদের ছুটির ছবির কোনও মানে হয় না', বিস্ফোরক শ্রুতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement