হোম /খবর /বিনোদন /
'এই সময় মলদ্বীপে মাস্কহীন সেলেবদের ছুটির ছবির কোনও মানে নেই', বিস্ফোরক শ্রুতি

Shruti Haasan: 'এই সময় মাস্ক না পরে মলদ্বীপে সেলেবদের ছুটির ছবির কোনও মানে হয় না', বিস্ফোরক শ্রুতি

শ্রুতি হাসান।

শ্রুতি হাসান।

সেই সেলিব্রিটিদের মধ্যেই এক অভিনেত্রী এবার মুখ খুললেন এই বেড়াতে যাওয়ার বিরুদ্ধে। অভিনেত্রী শ্রুতি হাসানের (Shruti Haasan) বিস্ফোরক দাবি, 'আমার ব্যক্তিগত ভাবে মনে হয় না যে পুলে মাস্কহীন ভাবে মজা করার সময় এটা।'

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: গত বছরের শেষের দিক থেকে এখনও পর্যন্ত মলদ্বীপে বলিউডের কতজন সেলেব যে বেড়াতে গিয়েছেন, তা গুণে শেষ করা যাবে না। প্রতিদিনই প্রায় কোনও না কোনও অভিনেতা-অভিনেত্রীর সোশ্যাল দেওয়ালে মলদ্বীপের বিকিনি সাজ, সমুদ্রে স্নান, যোগা, খাওয়া-দাওয়া বা বেড়ানোর ছবি পোস্ট হয়। নেটিজেন তা দেখে খুশিও হয় এবং মুহূর্তে সেগুলি ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই সেলিব্রিটিদের মধ্যেই এক অভিনেত্রী এবার মুখ খুললেন এই বেড়াতে যাওয়ার বিরুদ্ধে। অভিনেত্রী শ্রুতি হাসানের বিস্ফোরক দাবি, 'আমার ব্যক্তিগত ভাবে মনে হয় না যে পুলে মাস্কহীন ভাবে মজা করার সময় এটা।'

দেশের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই মুহূর্তে করোনার সংক্রমণে শীর্ষে রয়েছে ভারত। এই পরিস্থিতিতে দিনকয়েক আগেই করোনাকে জয় করে মলদ্বীপে বেড়াতে গেলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিমানবন্দরে তাঁদের ক্যামেরাবন্দি করেছিলেন পাপারাৎজিরা। তার আগে অসংখ্য সেলিব্রিটিকে দেখা গিয়েছে মলদ্বীপে বেড়াতে যেতে। তালিকায় রয়েছেন, দিশা পাটানি, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিত, সারা আলি খান, জাহ্নবী কাপুর, পূজা বেদী, মন্দিরা বেদী আরও অনেকেই।

শ্রুতি একটি সাক্ষাৎকারে বলেছেন, 'ভালো লাগছে যে তাঁরা দারুণ ছুটি উপভোগ করেছেন। তাঁরা সেটা পাওয়ার উপযুক্ত। তবে ব্যক্তিগত ভাবে মনে করি, মাস্কহীন ভাবে পুলে ডুব দেওয়ার সময় এটা নয়।...' শ্রুতির পাশাপাশি বলিউড পাবলিসিস্ট রোহিনি আইয়ার ও লেখিকা শোভা দে-ও এই ঘটনায় মুখ খুলেছেন। তাঁেদরও মত, দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী যখন অক্সিজেন ও প্লাজমার মতো প্রয়োজনীয় জিনিসে হাহাকার করছেন, তখন বলি সেলেবদের বেড়ানোর ছবি ঠিক নয়।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Coronavirus, Shruti haasan