‘সকালে ঘুম থেকে উঠে বিছানায় কার্তিককে দেখলে অবাক হব না’, সাহসী মন্তব্য অভিনেত্রীর

Last Updated:

এবার কার্তিকের উপর ক্রাশের কথা নিজের মুখে শেয়ার করলেন পূজা বেদীর মেয়ে আলায়া ফার্নিচারওয়ালা ৷

#মুম্বই: কার্তিক আরিয়ানকে কে না পছন্দ করেন? তাঁর মহিলাভক্তের লম্বা তালিকা রয়েছে ৷ মেয়েরা কার্তিকের মাচো লুকসের দারুণ ফ্যান ৷ আর এই তালিকা থেকে বাদ যান না অভিনেত্রীরাও ৷ ‘কফি উইথ করণ’-এর শোয়ে এসে কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছার কথা তো নিজের মুখেই স্বীকার করেছিলেন সারা আলি খান ৷ এমনকি সারা-কার্তিকের প্রেম নিয়ে টকঝাল মুচমুচে গসিপও রয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে ৷
এবার কার্তিকের উপর ক্রাশের কথা নিজের মুখে শেয়ার করলেন পূজা বেদীর মেয়ে আলায়া ফার্নিচারওয়ালা ৷ সম্প্রতি সংবাদ সংস্থা IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির নয়া সেনসেশন আলায়া নেপোটিজম বিতর্কে ব্যঙ্গাত্মক ভাবে বেঁধেন অনন্যা পান্ডেকে ৷ আলেয়া জানান, নেপোটিজম নিয়ে অনন্যার বক্তব্য মোটেই ঠিক ছিল না ৷ আলায়া বলেন, ‘‘আমি আমাদের সমসাময়িক সকলের কেরিয়ার গ্রাফ দেখছি ৷ কেউ এর বাইরে নেই ৷’’
advertisement
‘জওয়ানি জানেমন’ ছবি দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন আলায়া ৷ তবে এখনই কার্তিকের প্রেমে হাবুডুবু আলায়া ৷ ‘লভ আজ কাল’-এ কার্তিক-সারার স্টিমি সিন দেখে তিনি বলেন, ‘‘আমিও কার্তিকের সঙ্গে এরকম সিন করতে চাই ৷’’ শুধু তাই নয়, যদি বিছানায় কোনওদিন কার্তিককে দেখেন তাহলে কী করবেন? এই প্রশ্নের উত্তরে আলায়া বলেন, ‘‘আমি একটুও অবাক হব না, যদি কোনও দিন সকালে ঘুম থেকে উঠে বিছানায় আমার পাশে কার্তিককে দেখি ৷’’
advertisement
advertisement
এরপর ‘কিল-ম্যারি-হুক আপ’ সেকশনে আলায়া বলেন, ‘‘আমি বরুণ ধবনকে বিয়ে করব, কার্তিকের সঙ্গে হুক আপ করব, ঈশান খট্টরকে মেরে দেব ৷’’ আর মেয়েদের ক্ষেত্রে হলে আলায়া সারা আলি খানকে বিয়ে করে, জাহ্নবী কাপুরের সঙ্গে হুক আপ করে, অনন্যা পান্ডেকে মারতে চান ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সকালে ঘুম থেকে উঠে বিছানায় কার্তিককে দেখলে অবাক হব না’, সাহসী মন্তব্য অভিনেত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement